মুন্সীগঞ্জে ২ টাকায় দুপুরের খাবার খাই-উদ্ভোধন

মো. নাজির হোসেন
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৪৮ PM, ১৬ জুলাই ২০২১

মুন্সীগঞ্জে সামাজিক সংগঠন – দ্যা হেলমেট অল কাইন্ড অফ হিউমিনিটি “চলো- পেট ভরে খাই” এ শ্লোগান সামনে রেখে কর্মহীন, ভাগ্যবঞ্চিত মানুষের জন্য ২ টাকায় দুপুরে খাবার খাই ৭ দিনের কার্যক্রম উদ্ভোধন করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে শহরের পুরাতন কাচারি কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে ২ টাকার খাবার খাই উদ্ভোধন হয়। প্রথম দিনে ১০০ শত কর্মহীন, ভাগ্যবঞ্চিত ও হতদরিদ্রদের দুপুরের খাবার খাওয়ানো হয়েছে ৷ তারা ভাত, মাংস ও ডাল পরিবেশেন করেন খাবারের তালিকায়।

উদ্ভোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা।

২ টাকার দুপুরের খাবার খাই সার্বিক তত্বাবধানে রয়েছেন সাবেক শহর ছাত্রলীগের সভাপতি ও শহর যুবলীগ নেতা মালেকুল মাকসুদ বিপুল।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জি.এম. মনসুর উদ্দিন, সাবেক সদর থানা ছাত্রলীগের সভাপতি খাইরুল ইসলাম পাভেল, পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাহবুব হোসেন, মুন্সীগঞ্জ আদর্শ রক্তদান সংস্থা প্রতিষ্ঠাতা শাহাদাত হোসেন সীমান্ত, সংগঠনের প্রধান সমন্বয়ক রুনা আক্তার ছোঁয়া, আইটি সমন্বয়ক রাজ মল্লিক, সহ-অর্থ সমন্বয়ক হুমায়রা তানজুম অর্ণা, সদস্য রিফাত শেখ আরও অন্যান সদস্য।

সহ- অর্থ সমন্বয়ক হুমায়রা তানজুম অর্ণা বলেন, আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল আমরা করোনা কালীন সময় কর্মহীন, ভাগ্যবঞ্চিত ও হতদরিদ্র মানুষদের খাওয়াবো। তাই আমাদের সংগঠন দ্যা হেলমেট অল কাইন্ড অফ হিউমিনিটি আজ থেকে সাতদিন খাওয়াবো ২ টাকার দুপুরের খাবার। আমরা মূলত পরিচ্ছন্নতা,শিশুদের নিরক্ষরতা দূর ও পথ শিশুদের সহায়তা নিয়ে কাজ করতে চাই।

আপনার মতামত লিখুন :