মুন্সীগঞ্জে ১২ কেজি আইস ও আগ্নেয়াস্ত্রসহ কারবারি আটক

মুন্সীগঞ্জের গজারিয়া থেকে ১২ কেজি আইস মাদক (ক্রিস্টালমেথ) উদ্ধারসহ একাধিক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। উদ্ধার হওয়া আইস মাদকের আনুমানিক বাজারমূল্য ৫০ কোটি টাকা। এসময় তাদের কাছ থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়। গতকাল বুধবার গোপন তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জের গজারিয়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে ১২ কেজি আইস মাদক উদ্ধার করে। সেই সঙ্গে একাধিক কারবারির কাছ থেকে বিপুল পরিমাণ অন্য মাদক উদ্ধার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়। জব্দকৃত আইসের মূল্য ৫০ কোটি টাকার বেশি। এ যাবৎকালের সবচেয়ে বড় আইসের চালান এটি। আইসের চালানটি মিয়ানমার থেকে আনা হয়েছে। আগামীকাল সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।