মুন্সীগঞ্জে সুস্থতা কামনায় দোয়া

মো. নাজির হোসেন
  প্রকাশিত হয়েছেঃ  ১২:২২ AM, ১৭ জুলাই ২০২১

বাংলাদেশ পুলিশের চট্রগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন বিপিএম বার, পিপিএম বারের সহধর্মিনী তানিয়া নুসরাত করোনায় আক্রান্ত হওয়ায় সুস্থতা কামনায় মুন্সীগঞ্জে দোয়া হয়েছে। গতকাল শুক্রবার (১৬ জুলাই) মুন্সীগঞ্জ সদরের রামপাল ইউনিয়নে বল্লালবাড়ি জামে মসজিদে বাদ জুম্মা এ দোয়া হয়।

রিচি টেলিভিশনের চেয়ারম্যান পারভেজ ব্যাপারীর সভাপতিত্বে দোয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক।

এ সময় আরও উপস্থিত ছিলেন বল্লালবাড়ি পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী সানাউল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন দেওয়ান, সহ-সভাপতি গিয়াস উদ্দিন দেওয়ান, যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম বেপারী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চিশতিয়া বেপারী, রামপাল ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার বাবুল দেওয়ান সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

পরিশেষে সকল তাদের পরিবারের সুস্থতা কামনা ও মৃত সকল আত্মীয় স্বজনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন :