মুন্সীগঞ্জে সরকারী গাছ কেটে নিচ্ছে কুচক্রী মহল

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের দক্ষিণ চরমশুরা গ্রামের রাস্তার পাশের সরকারি গাছ কেটে বিক্রয়ের অভিযোগ পাওয়া গেছে। রাস্তার আশেপাশে তেমন বাড়ি ঘর না থাকায় এ সুযোগটি কাজে লাগিয়েছে স্থানীয় কুচক্রী মহল।
মুন্সীগঞ্জ সদরের দক্ষিণ চরমশুরার আলীরটেক থেকে বর্ষার চরের দিকে যে রাস্তাটি চলে গেছে তার মাঝামাঝিতে এ ঘটনাটি ঘটেছে। এ রাস্তার দুই পাশে অনেক সরকারী গাছ রয়েছে। রাস্তার পাশে তেমন বাড়ি ঘর নেই। বিষয়টি দেখার কেউ না থাকায় কাজে লাগিয়েছে দুবৃর্ত্তরা। সুযোগে প্রায় লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নেয়া হয়েছে।
সরজমিনে গিয়ে দেখা যায় কাঠুরিয়ারা গাছ কাটছে এ বিষয়ে তাদের প্রশ্ন করলে কাঠুরিয়ারা জানান, তারা শুধু টাকার বিনিময়ে বেপারিদের আদেশে এখান থেকে এ গাছ কাটছেন। বেপারির নাম জানতে চাইলে তারা বেপারীর নাম প্রকাশ করতে দ্বিাধাবোধ করে।
এ অপকর্মের সাথে প্রভাবশালী জড়িত থাকার কারনে স্থানীয়রা কথা বলতে চায়নি।