মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ইফতার

মুন্সীগঞ্জ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের খালইষ্ট এলাকার ফ্রেন্ডস কিচেন অ্যান্ড পার্টি প্যালেসে এ আয়োজন করে। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান, কালেক্টর কিশলয় স্কুলের অধ্যক্ষ সাংস্কৃতিক ব্যক্তিত্ব খালেদা খানম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট লাভলু মোল্লা, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট শহীদ-ই-হাসান তুহিন, সাবেক সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জল, কাজী সাব্বির আহমেদ দীপু ও রাসেল মাহমুদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, মুন্সীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র সোহেল রানা রানু, দৈনিক নাগরিক সময় পত্রিকার সম্পাদক তানভীর হাসান, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট সুজন হায়দার জনি, সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন জাকির, অনিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর সাবেক সভাপতি চৌধুরী মোস্তফা আল মামুন টিটু, বর্তমান সভাপতি আরিফ মোড়ল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনিরুজ্জামান শরীফ, শিশির রহমান, আয়নাল হক স্বপন, সিনিয়র সাংবাদিক মাহবুব আলম বাবু, মাহবুবুর রহমান, গোলজার হোসেন প্রমুখ।#