মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রথম সভা

মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রথম কার্যনির্বাহী কমিটির সভা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির প্রাঙ্গনে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট সুজন হায়দার জনি। সভা পরিচালনা করেন সাধারন সম্পাদক সাব্বির হোসাইন জাকির। সভায় প্রথমে কার্যনির্বাহী কমিটির সদস্যরা শুভেচ্ছা বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন- সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ও মুন্সীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র সোহেল রানা রানু, নাট্যকার শিশির রহমান, মনীর উজ্জামন কনক, মহিলা কাউন্সিল নার্গিস আক্তার, রহমতউল্লাহ জুয়েল, রফিকুল ইসলাম বাবু, ক্রীড়া সংগঠক আয়নাল হক স্বপন, হোসেনে আরা, বাসুদেব হালদার, কাউন্সিল সাত্তার মুন্সি, আরিফ মোড়ল, শারমিন আক্তার অনন্যা, আব্দুল কাইয়ুম রতন, ইকবাল হোসেন মিঠু, হুমাইরা আক্তার রিমা, জানে আলম প্রিন্স, আহসান হাবিব চঞ্চল, সাংবাদিক নাদিম হোসাইন, আজিম মাহমুদ, এসকে রাহুল রায়, মো. আওলাদ হোসেন, মো. মাহাবুব আলম, ইকবাল মাহমুদ, আলমগীর হোসেন, ইকবাল হোসেন মিঠু, মো. নুর উজ্জামান লিপু, লোকনাথ দাস হৃদয় প্রমুখ।