মুন্সীগঞ্জে সংগীতাঙ্গনের আয়োজনে সুরের ভুবন

মো. নাজির হোসেন
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৫২ PM, ১২ জানুয়ারী ২০২২

মুন্সীগঞ্জ সংগীতাঙ্গনের আয়োজনে সংগীতানুষ্ঠান ‘সুরের ভুবন’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭ টার দিকে শহরের পুরাতন কাচারীর ডিসি পার্কের সায়লা ফারজানা মঞ্চে এ সুরের ভুবন হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুমন দেব।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি মতিউল ইসলাম হিরু, অ্যাডভোকেট নাসিরুজ্জামান খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহিন মো. আমান উল্লাহ্, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফ উল ইসলাম।

সংগীতাঙ্গনের সভাপতি অ্যাডভোকেট আরফান সরকার খোকনের সভাপতিত্বে ও জিতু চন্দ্র রায়ের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আলম, জেলা পরিষদ সদস্য মোর্শেদা বেগম লিপি, মুন্সীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র সোহেল রানা রানু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন জাকির, নাগরিক সমন্বয় পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুজন হায়দার জনি, নাট্যকার জাহাঙ্গীর আলম ঢালী, অ্যাডভোকেট নাসিম আক্তার সুমন, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালী, অ্যাডভোকেট মোহাম্মদ হোসেনসহ জেলা সাংস্কৃতিক অংঙ্গনের নেতৃবৃন্দ।

এতে সংগীত পরিবেশন করেন – অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবু ও ইশরাত জাহান জয়া।

আপনার মতামত লিখুন :