মুন্সীগঞ্জে শ্রদ্ধা ও দোয়া এবং গনভোজের আয়োজনের মাধ্যমে শোক দিকস পালিত

জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ শহীদের শ্রদ্ধার সাথে স্বরণ করছে মুন্সীগঞ্জ জেলাবাসি এবং জেলায় বিভিন্ন স্থানে দোয়া ও গনভোজের আয়োজন করা হয়েছে।
দিবসটির শুরুতে শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এ্যাডঃ মৃণাল কান্তি দাস, পর্যায়ক্রমে জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার ও পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম, মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী ফয়সাল বিপ্লব।
এছাড়াও মিরকাদিমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহিন।
সংসদ সদস্য, জেলা প্রসাসক সহ অন্যদের শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সর্বস্থারের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় ১৫ আগষ্টে শহীদ সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়াও জেলার বিভিন্ন জায়গায় গণভোজের শোক দিবস পালনের আয়োজন করা হয়েছে ব্যাপক ভাবে।