মুন্সীগঞ্জে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে কমেছে দাম

ঢাকাসহ সারাদেশে বইছে শীত। বছরের এই সময়ে বাজারে শীতকালীন সব ধরনের সবজির সরবরাহ বেড়েছে, কমেছে সবজির দাম। মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জ শহরের সুপারমার্কেট, কাচাঁবাজারসহ শহরের বিভিন্ন কাঁচাবাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক সপ্তাহ আগের তুলনায় শীতকালীন প্রায় সব সবজির দাম কেজি প্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে।
মুন্সীগঞ্জের কাঁচাবাজার ঘুরে দেখা যায়, আকার ভেদে প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপি ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটো বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। প্রতি কেজি সিম ২৫ থেকে ৩০ টাকা, পেঁপের কেজি ২০ টাকা, লম্বা বেগুনের কেজি ৪০ টাকা, গোল বেগুন বা তাল বেগুনের কেজি ৬০ টাকা, নতুন আলুর কেজি ২২ থেকে ২৫ টাকা। লাউয়ের পিস ৫০ টাকা, করলার কেজি মানভেদে ৬০ থেকে ৭০ টাকা, কাঁচকলার হালি ৩০ টাকা, দেশি গাজর কেজিতে ২০ টাকা কমে ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে, চিচিঙ্গা ও ধুন্দুলের কেজি ৬০ টাকা, শালগমের কেজি ৩০ থেকে ৪০ টাকা।
মুন্সীগঞ্জের কাঁচাবাজারে বিক্রেতা আলম মিয়া বলেন, বাজারে এখন অনেক শীতের সবজি রয়েছে। প্রায় সব ধরনের সবজির সরবরাহ বেশ ভালো। ফলে শীতকালীন সবজির দাম এখন কমতির দিকে। সরবরাহ বাড়লে সবজির দাম আরও কমতে পারে।
কাঁচাবাজারে সবজি ক্রয় করতে আসা গৃহীনী শারমিন সুলতানা বলেন, শীত আসার কারণে সবজির দাম কমেছে, সেটা ভালো। কিন্তু মোটা চালের দামও এখনো আকাশছোঁয়া। তেল, চিনি, ডালের দামও বাড়ার পর আর কমছে না। আমাদের মতো নিম্নবিত্তের মানুষেরা সংসার চালাতে হিমশিম খাচ্ছি।