মুন্সীগঞ্জে শিক্ষকদের ৮ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ ৮ দফা দাবি পূরণের দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালন করে স্বাধীনতা শিক্ষক-কর্মচারী ফেডারেশন জেলা শাখা।
পরে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের নিকট স্মারকলিপি পেশ স্বাধীনতা শিক্ষক-কর্মচারী ফেডারেশনের জেলা শাখার সদস্যরা। এতে জেলার ৬ উপজেলার বিভিন্ন বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীগণ অংশ নেন। জেলা স্বাধীনতা শিক্ষক-কর্মচারী পরিষদের সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর হাসান কর্মসূচিতে সভাপতিত্ব করেন।
দাবী সমূহ মধ্যে- ঐতিহাসিক মুজিব বর্ষেই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ঘোষণার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন ‘সার্বজনিন বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা , আসন্ন ঈদের আগে পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, সরকারি অনুরূপ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা প্রদান, সরকারি সকল শর্ত পূরণ করে স্বীকৃত প্রাপ্ত সকল স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি (স্বতন্ত্র এবতেদায়ি, অর্নাস- মাস্টার্স সহ) প্রতিষ্ঠানকে অতিদ্রুত এমপিওভুক্তির ব্যবস্থা করা সহ কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় ৮ দফা দাবি পেশ করেন।#