মুন্সীগঞ্জে শহরআলী মাজারে যেতে নতুন রাস্তার দাবী

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামের শহরআলী মাজারে যেতে নতুন রাস্তারদাবি জানিয়েছে এখানে আগত ভক্তরা । বর্তমানে এখানে যেতে প্রধান রাস্তাটি রয়েছে তা অনেকটাই ঘুর পথ। তাছাড়া এ পথে এখানে যেতে সময় অনেকটা বেশি লাগে ও অর্থও অনেকটা বেশি ভক্তদের খরচ হয় বলে ভক্তরা জানিয়েছে । বর্তমান প্রধান সড়ক পথটি হচ্ছে মুন্সীরহাট হয়ে তবেই ভক্তদেরকে মাজারে যেতে হয় । তবে শীত মৌসুমে কম খরচে সাতানিখিলের পূর্ব দিকের ক্ষেতের ওপর দিয়ে পায়ে হেটে মাজারে শর্টখাটে যাওয়া যায় । তবে এখানে রজত রেখা নদীর ওপর ছোট্ট বাঁশের পুল রয়েছে । ক্ষেতের ওপরের পায়ে হাটা জমিটি প্রায় দেড় মাইলের মতো। আর সাতানিখিলের এখানেও ছোট খালের বা ডোবার ওপরে বাঁশের সাঁকো রয়েছে ।
সাতানিখিলের পূর্ব থেকে মাজারের পশ্চিম দিকে এ জমির ওপর দিয়ে প্রথমে একটি মাটির রাস্তা তৈরি করা হলে এখানে বর্ষাসহ সব সময়ে মাজারে যাতায়াত করতে পারবে ভক্তরা। সাতানিখিল এলাকাটি পড়েছে মহাকালী ইউনিয়নে। দুই ইউনিয়নের সমন্বয়ে এখানে গড়ে উঠতে পারে একটি নতুন রাস্তা। এখানে নতুন রাস্তা তৈরি হলে এখানকার আশপাশের জমির দাম বর্তমানের তুলনায় আগামীতে কয়েকগুন বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে এলাকাবাসী সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।#