মুন্সীগঞ্জে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন

মো. নাজির হোসেন
  প্রকাশিত হয়েছেঃ  ১২:১৬ AM, ১৭ জুন ২০২১

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুও পর গার্ড অব অনার দেয়ার ক্ষেত্রে নারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিকল্প ব্যক্তি নির্ধারণের সুপারিশে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে, বাংলাদেশ মহিলা পরিষদ মুন্সীগঞ্জ জেলা শাখা সংবাদ সম্মেলন করেছেন।

বুধবার বিকাল ৫ টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক সফিউদ্দিন আহম্মেদ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন।

এতে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট নাছিমা আক্তার, সাধারণ সম্পাদক সালমা আক্তার, সহ-সভাপতি হামিদা খাতুন, প্রশিক্ষক সম্পাদক নাসরিন জাহান সাকী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রাজকুমারি মুখার্জি, প্রোগ্রাম অফিসার তসফিয়া রহমানসহ প্রমূখ।

এ সময় তারা বলেন, বিকল্প ব্যক্তি নির্ধারণের সুপারিশ বাতিল করতে হবে। তা নাহলে আমরা প্রয়োজনে রাস্তায় নামতে বাধ্য হবো।

আপনার মতামত লিখুন :