মুন্সীগঞ্জে ভূয়া ডিবি পুলিশ আটক

মো. নাজির হোসেন
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৩৮ PM, ২৯ সেপ্টেম্বর ২০২১

মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠে পঞ্চসার ইউনিয়নে সুতার ফ্যাক্টরিতে ডিবি পুলিশের পরিচয়ে চাঁদাবাজি করার সময় একজন আটক করেছে পুলিশ। আজ (২৯ সেপ্টেম্বর) বুধবার রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ ডিবি পুলিশ (ওসি) মো.আবুল কালাম আজাদ।

আটক ব্যাক্তির নাম মো.শাহিন প্যাদা (২২)। সে বরগুনার গুলিসাখালী থানার আমতলী এলাকার বাসিন্দা।

মুন্সীগঞ্জ ডিবি পুলিশের (ওসি) মো.আবুল কালাম আজাদ বলেন, মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মিরেশ্বরাই গ্রামে সাদ্দাম হোসেন নামে এক ব্যাক্তির সুতার ফ্যাক্টরিতে ডিবি পুলিশের পরিচয় দিয়ে অভিযান চালায় শাহিন।

সে সময় মিলের মালিকের কাছে চাঁদা দাবি করে শাহিন। ঘটনাটি সন্দেহজনক মনে হলে মিল মালিক আমাদেরকে জানান। বুধবার সন্ধ্যা ৬ টার দিকে তাঁকে আটক করা হয়।

ডিবির এই কর্মকর্তা আরো জানান, ভূয়া ডিবি পরিচয় প্রদান করী শাহীনের কাছ থেকে সার্জেন্ট পদ মর্যাদার আইডি কার্ড উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে। নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন :