মুন্সীগঞ্জে বিদেশী পিস্তল ও ইয়াবাসহ গ্রেফতার-৪

গতকাল ৫ই সেপ্টেবর শনিবার মুন্সীগঞ্জে ডিবি পুলিশের এ যাবৎ কালের সবচেয়ে সফল পৃথক পৃথক অভিযানে ৫৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং একটি বিদেশি নাইন এমএম পিস্তলও তিনটি পিস্তলের ম্যাগজিনসহ ৫ রাউন্ড নাইন এমএম পিস্তলের গুলিও উদ্ধার করেছে।
তিন রাউন্ড কার্তুজসহ এর সাথে জড়িত থাকায় ৪জনকে আটক করেছে ডিবি পুলিশ। ডিবি পুলিশের তথ্য সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথকভাবে চারটি অভিযান পরিচালনা করে।
ডিবি পুলিশের একটি টিম এস.আই সালাম, এস.আই রেজাউল এস.আই ফয়সাল এ.এস আই মাসুদ রানার নেতৃত্বে শনিবার বিকাল সন্ধ্যা ৬টা ২০ মিনিটের সময় মুন্সীগঞ্জের সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের আটপাড়া গ্রামের জাহাঙ্গীরের বাড়ির পাশে রাস্তার ওপর থেকে আসামী (১) মো: পলাশ বেপারী (৩৩), পিতা নূর হোসেন বেপারী, গ্রাম ধামদপুহিত পাড়া, টঙ্গীবাড়ী উপজেলা (২) মো: পলাশ শেখ (৩৫), পিতা আব্দুস সালাম শেখ গ্রাম সোনারং দেউলবাড়ী থেকে এই দুইজনকে ডিবি পুলিশ ৪৫পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।
তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে আসামিরা বেশ কয়েকজন মাদক বিক্রেতার নাম প্রকাশ করে। ইতোপূর্বে বিভিন্ন আসামিদের প্রকাশিত নামের মধ্যে থেকে ধৃত আসামিদের তথ্য মতে ঐ রাতে ১০টা ২৫ মিনিটের সময় মুন্সীগঞ্জের ডিবি পুলিশ এস.আই সালাম এস.আই রেজাউল এর নেতৃত্বে মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের পূর্ব দেওসার গ্রামের ধলাগাঁও বাজারের উত্তর মাথায় আঁখি সিনেমা হলের সামনে বিশেষ অভিযান পরিচালনায় আসামী (৩) মো: সোহেল মোল্লা, (৩১) পিতা আব্দুস সালাম মোল্লা, গ্রাম পশ্চিম দেওসার থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
পরবর্তীতে আসামিদের জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য মতে সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের মালখানগর গ্রামের চৌরাস্তায় ঋত্বিক সেলুনের সামনে ডিবি পুলিশের অভিযান পরিচালনায় এস.আই সালাম, এস.আই রেজাউল ও এস.আই মাসুদ এর নেতৃত্বে (৪) মো: রুবেল শেখ (৩২), পিতা সানাউল্লাহ শেখ, গ্রাম দক্ষিণ মালবদিয়া, পোস্ট অফিস মধ্য পাড়ায় ১১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। পরবর্তীতে চতুর্থ অভিযানে পূর্বের মামলায় ধৃত পলাশ বেপারীর স্বীকারোক্তি মোতাবেক তার দেওয়া তথ্য মতে পলাশ বেপারী নিজের বাড়ির বসত ঘরের সোফার খাটের বিছানার নিচ থেকে একটি কালো ব্যাগ উদ্ধার করা হয়। তার মধ্য থেকে একটি বিদেশী নাইন এমএম পিস্তল, ৩ রাউন্ড কার্তুজ, ৫ রাউন্ড নাইন এমএম পিস্তলের গুলি এবং তিনটি খালি ম্যাগজিন আটক করা হয়।
এই ব্যাপারে মুন্সীগঞ্জের সদর থানায় তিনটি এবং সিরাজদিখান থানায় একটি আলাদা মোট চারটি মামলা রুজু করা হয়েছে। মুন্সীগঞ্জ ডিবি পুলিশের পক্ষ আরো বলা হয়, মুন্সিগঞ্জ ডিবি পুলিশের অভিযান অব্যাহত ছিল এবং ভবিষ্যতেও থাকবে। কোন অস্ত্রধারী সন্ত্রাসী মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাত থেকে ফস্কে যাওয়ার কথা চিন্তাও করতে পারবে না। আমরা দল-মত নির্বিশেষে যারা অপরাধী তাদেরকে অপরাধীর বিবেচনায় এনে অভিযান পরিচালনা করি। মুন্সীগঞ্জ ডিবি পুলিশের সরাসরি দিক নির্দেশনা প্রদান করেন মুন্সীগঞ্জ জেলা পুলিশের কর্ণধার আমাদের শ্রদ্ধাভাজন অভিভাবক পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম। মুন্সীগঞ্জের ডিবি পুলিশের দায়িত্বে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল।