মুন্সীগঞ্জে ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

মো.নাজির হোসেন
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৩৭ PM, ২১ মে ২০২১

মুন্সীগঞ্জে ফিলিস্তিনিদের ওপর ইহুদি ইসরাইলের আগ্রাসন, বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে ধর্মপ্রাণ মুসল্লীরা। গতকাল (২১মে) শুক্রবার বাদ জুম্মা আহলে সুন্নাত ওয়াল জামা’আত মুন্সীগঞ্জ জেলা শাখা ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মুন্সীগঞ্জ জেলা শাখার আয়োজনে মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ কোটগাঁও সুন্নী জামে মসজিদের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষীন শেষে কাচারির জেলা শিল্পকলা একাডেমির সামনে এসে শেষ হয়।

বিক্ষোভে ইসলামী সংগঠনের নেতৃবৃন্দের পাশপাশি যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিরা। বিক্ষোভ সমাবেশের আহলে সুন্নাত ওয়াল জামা’আত মুন্সীগঞ্জ জেলা শাখার বক্তারা বলেন, ইসরায়েল একটি বর্বর জাতি তাদের নারকীয় হত্যাযজ্ঞ বিশ্বমানবতাকে প্রশ্নবিদ্ধ করেছে, আমরা মুসলিম জাতি হিসাবে ফিলিস্তিনিদের পাশে আছি। মহান রাব্বুল আলামিনের দরবারে ইহুদীদের দৃষ্টান্ত শাস্তির জন্য দোয়া প্রার্থনা করছি। বিক্ষোভ শেষে ফিলিস্তিনিবাসীর সুরক্ষা কামনায় বিশেষ দোয়া করা হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামা’আত মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম মুজাদ্দেদী, নির্বাহী সভাপতি মো. আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা মাঈনউদ্দিন আল-কাদেরী, সদর উপজেলা সভাপতি আরিফুজ্জামান দিদার, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওমর ফারুক বিক্রমপুরী, সুন্নী ইমাম পরিষদের সভাপতি জামাল উদ্দিন আল-কাদেরী।

আরোও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মো. জামান জাহিদ, সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন প্রমূখ।

আপনার মতামত লিখুন :