মুন্সীগঞ্জে ফসলী জমির মাটি কেটে নিল পতিপক্ষ

মো. নাজির হোসেন
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৩০ PM, ২৫ অগাস্ট ২০২১

মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের চাম্পাতলা মৌজায় অবস্থিত উত্তর কেওয়ার গ্রামের আনোয়ার হোসেন ঢালী গংদের জমির মাটি ও ফসল কেটে নিয়ে গেছে চাম্পাতলা গ্রামের মোতালেব ঢালী, আ: রশিদ ঢালী, হোসেন ও রাজনসহ ১০-১২ জনের একটি সংঘবদ্ধ চক্র। মুন্সীগঞ্জ সদর থানার অভিযোগ সুত্রে জানাযায়, সদর থানার মহাকালী ইউনিয়নের উওর কেওয়ার গ্রামের মৃত ইউনুছ ঢালীর ছেলেদের বেশ কিছু সম্পত্তি চাম্পাতলা মৌজায় রয়েছে। যার নামজারী খতিয়ান নং – ১৪৭৩, আর.এস- ১৩৮৮ দাগে সোয়া ৬ শতাংশ সম্পত্তি রয়েছে।

এ সম্পত্তিতে চাষাবাদ করতে গেলে অভিযুক্তরা ১ লাখ টাকা দাবি করে বলে অভিযোগ করেছেন আনোয়ার ঢালী গংরা। টাকা দিতে অস্বীকার করায় মৃত – ফৈজদ্দিন ঢালীর ছেলে মোতালেব ঢালী, আ: রশিদ ঢালী, রশিদ ঢালীর ছেলে হোসেন, মোতালেব ঢালীর ছেলে বাদশাহ ও রাজন গেল রোববার রাতে আধাঁরে জমিতে রোপণ করা ২০টি পেঁপে গাছ কেটে ফেলে ও জমির মাটি কেটে নিয়ে যায়।

পরদিন, গেল সোমবার সকাল ৮ টার দিকে আনোয়ার ঢালী গংরা জমিতে গেলে দেখতে পান তাদের জমির মাটি ও পেঁপে গাছ কেটে পাশের জমিতে পড়ে রয়েছে দেখতে পান। এরপর অভিযুক্তরা বাদীপক্ষের লোকজনদের লাঠি দিয়ে আঘাত করলে ৩ জন আহত হয়। এ বিষয়ে গেল (২৪ আগষ্ট) মঙ্গলবার মুন্সীগঞ্জ সদর থানায় আনোয়ার হোসেন ঢালী বাদি হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন৷

গতকাল বুধবার দুপুর ১২ টার দিকে সরেজমিনে গিয়ে দেখা গেছে, জমির মাটি কাটা ও জমিতে রোপণ করা পেঁপে গাছ কাটা পড়ে রয়েছে পশ্চিম পাশের জমিতে।

এ বিষয়ে আনোয়ার হোসেন ঢালী বলেন, বিবাদীগণ অনেক দুষ্ট প্রকৃতির। আমাদের হয়রানি করার নানা ভাবে পায়তারা করছেন। তারা কোন বিচার মানে না। আমাদের না জানিয়ে জমির মাটি কেটে নিয়েগেছে রাতের আধারে। রাতের আধারে তারা জমিতে রোপণ করা পেঁপে গাছ গুলো ফল সহ কেটে ফেলেছে। আমাদের আর্থিক ক্ষতি সাধন করেছে।

অপরদিকে এ বিষয়ে অভিযুক্ত রশিদ ঢালী বলেন, আমরা ঐ জমি কিনেছি তবে রেজিস্ট্রেশন করা হয়নি। আমরা জমির মাটি কেটে এনে পাশের পানের ভোরজের কাজে ব্যবহার করেছি। মাটি কেটেছি তবে পেঁপে গাছ কাটিনি।

সদর থানার এসআই মো. আবুল বাসার বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। গতকাল দুপুরে সরেজমিন দেখেছি। জায়গা জমির বিষয় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন :