মুন্সীগঞ্জে নদী থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার লঞ্চঘাটের নিকটবর্তী মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ডের সদস্যরা।
আজ (৭ জানুয়ারি) শুক্রবার সকালে নদীতে টহলরত অবস্থায় কোস্ট গার্ডের সদস্যরা আনুমানিক (৪০) বছর বয়সী পুরুষের মরদেহ উদ্ধার করে। উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে লাশটি গত ২ জানুয়ারি নারায়ণগঞ্জ- মুন্সীগঞ্জ সীমানার মেঘনার মোহনায় লঞ্চ থেকে পড়ে যাওয়া ব্যক্তির হতে পারে। লাশটি কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।
কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর ইলিয়াস মাদবর জানান, অজ্ঞাত লাশটির নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। লাশটি ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।