মুন্সীগঞ্জে দুইদিন ব্যাপী অভিনয় কর্মশালা শুরু

মুন্সীগঞ্জে শুভ মহরতের মধ্য দিয়ে সঞ্চালক নাট্য চর্চা কেন্দ্রের উদ্যোগে দুইদিন ব্যাপী অভিনয় কর্মশালা শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে শহরের শিল্পকলা একাডেমির সেমিনার রুমে এ কর্মশালা হয়। এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের বর্তমান ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল চন্দন রেজা, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের ঢাকা বিভাগীয় সভাপতি মন্ডলীয় সদস্য উত্তম কুমার শাহা, বিশিষ্ট নাট্যকার, নির্দেশক, সংগঠক ও প্রশিক্ষক শিশির রহমান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যকার ও ফরিদপুর থিয়েটারের সাধারণ সম্পাদক তুষার রায়, মুন্সীগঞ্জ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি এড. সুজন হায়দার জনি, সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন জাকির, সাংগঠনিক সম্পাদক মুশফিকুর সালেহীন শিহাব ও মুন্সীগঞ্জ থিয়েটারের ভারপ্রাপ্ত সেক্রেটারি লিপু সিকদার। এতে সভাপতিত্ব করেন, সঞ্চালক নাট্য চর্চা কেন্দ্রের নির্দেশক ও সমন্বয়ক আহমেদ ইউসুফ।
প্রশিক্ষক চন্দন রেজা বলেন- সকল দলকে এক সাথে নিয়ে সঞ্চালকের এ আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। আমি এ উদ্যোগের সাথে নিজেকে যুক্ত হতে পেরে অনেক বেশি খুশি হয়েছি। সঞ্চালক নাট্য চর্চা কেন্দ্রের সদস্যরা ছাড়াও মুন্সীগঞ্জের সকল নাট্যদল অংশগ্রহণ করেছে। এটা অবশ্যই একটি ভালো উদ্যোগ।
এছাড়া এই বিষয়ে শিশির রহমান বলেন – বহুদিন পর মুন্সীগঞ্জে নাট্য কর্মশালার আয়োজন করা হলো। এটি অবশ্যই একটি ইতিবাচক দিক। আমাদের সকল দলের সদস্যরা এই ওয়ার্কশপে অংশগ্রহণের সুযোগ হল। তাদের আগামীদিনের পথ চলায় অবশ্যই এই নাট্য কর্মশালা সৃজনশীলতায় বিশেষ ভূমিকা রাখবে।
ফরিদপুর থিয়েটারের সাধারণ সম্পাদক তুষার রায় বলেন- কর্মশালার সকলের স্বতস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমার খুবি ভালো লাগছে। ধন্যবাদ জানাই আয়োজন সংগঠন সঞ্চালককে। আমি এই অনুষ্ঠানের অংশ হতে পেরে আনন্দিত।
সংগঠনের পক্ষ থেকে আহমেদ ইউসুফ জানান, নাট্য কর্মীদের সৃজনশীলতা সৃষ্টি ও বিকাশের সহায়ক হিসেবে নাট্য কর্মশালা অনেক বড় ভূমিকা রাখে। অভিনয়ে দক্ষতা বৃদ্ধিতে এর বিকল্প নেই। তাই এই কর্মশালায় সঞ্চালকের সদস্যদের পাশাপাশি সকল থিয়েটারের নাট্য কর্মীকে অংশগ্রহণের সুযোগ দেয়া হয়েছে। তাই সকলের কাছে নিবেদন, নাট্য কর্মশালাটি সফল করতে সবাই সবার জায়গা থেকে আমাদের সহযোগিতা করবেন।
প্রথম দিনের মত দ্বিতীয় দিনেও কর্মশালাটি শুরু হবে সকাল ১০ টায়। দ্বিতীয় দিনে প্রশিক্ষক হিসেবে উপিস্থিত থাকবেন বিশিষ্ট নাট্যকার, নির্দেশক ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক সেক্রেটারি জেনারেল মো. আকতারুজ্জামান। শনিবার বিকেলে নাট্য কর্মশালাটি আগত অতিথিদের উপস্থিতিতে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরনের মধ্য দিয়ে ইতিটানার কথা রয়েছে।