মুন্সীগঞ্জে ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের আয়োজনে ‘গণশুনানী’

মুন্সীগঞ্জ নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম মুন্সীগঞ্জ ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে ‘গণশুনানি’ হয়েছে।
গতকাল সোমবার সকাল সকাল ১০ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনলাইন প্লাটফর্ম জুম এপস ও সরাসরি এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মো. নোমান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. আব্দুল কাদির মিয়া, জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মাহবুব আলম, জেলা পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক নাজমুল ইসলাম।
গণশুনানিতে স্বাগত বক্তব্য রাখেন ডিপিএফ মুন্সীগঞ্জের সাধারণ সম্পাদক আসরাফুজ্জামান সোহেল।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন – ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম মুন্সীগঞ্জ ব্রিটিশ কাউন্সিলে সভাপতি খালেদা খানম। অনুষ্ঠানের মডারেটরের দায়িত্ব পালন করেন মো. জুনাইদ।
এ সময় উপস্থিত ছিলেন – মুন্সীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ও ডিপিএফ সহ-সভাপতি সোহেল রানা রানু, কাউন্সিলর নার্গিস আক্তার, উদীচী শিল্পী গোষ্ঠীর জেলা শাখার সাধারণ সম্পাদক হামিদা খানম, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসির উদ্দীন উজ্জ্বল, সাবেক সভাপতি শহীদ -ই- হাসান তুহিন, অ্যাডভোকেট সুজন হায়দার জনি,একুশে টেলিভিশন মুন্সীগঞ্জ প্রতিনিধি সাইফুল রহমান টিটু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিশির রহমান, দৈনিক রজত রেখার পত্রিকার সিনিয়র প্রতিবেদক নাজির হোসেন, নিউজ ৭১ ওয়ানের সম্পাদক জিতু চন্দ্র রায়, রেডিও বিক্রমপুরের মাসফিক সিহাব প্রমূখ।
এ সময় জেলা বিষয় নিয়ে প্রশ্ন ও সমাধানের বিষয়ে আলোচনা করা হয়।