মুন্সীগঞ্জে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১২:২১ AM, ২৫ নভেম্বর ২০২২

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও  সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের উপর হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা  ছাত্রদল। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে
মুক্তারপুর ফেরিঘাট এলাকায় এ বিক্ষোভ মিছিল করে ছাত্রদল নেতা কর্মিরা।
মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক প্রার্থী মো. আবুল হাশেমের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. তাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. তারমিন হোসেন, টঙ্গীবাড়ি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মল্লিক, সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের সদস্য সচিব আকিবুজ্জামান অনন্ত, মুন্সভগঞ্জ শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইয়ামিন মিয়া, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. উজ্জ্বল আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক সাফিল আস সামি সরকার, শহর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সিয়াম, পঞ্চসার ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি মো. সাইফুল ইসলাম দোলন, সহ সভাপতি মো. সুলতান মাহমুদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সানি, আধারা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ শাকিল ঢালী, সোনারং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. ঈমন, রামপাল ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. আল আমিন হোসেন, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম হিমেল, মহাকালী ইউনিয়ন ছাত্রদলের প্রস্তাবিত সভাপতি মোঃ ফাহাদ ইশতিয়াক, মহাকালী ইউনিয়ন ছাত্রদল নেতা মাসুদ সহ জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :