মুন্সীগঞ্জে জেলা আওয়ামীলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ
  প্রকাশিত হয়েছেঃ  ০১:৫৪ AM, ০৫ জুন ২০২২

মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে সাম্প্রতিক সময়ে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে করুচিপূর্ণ ষড়যন্ত্র ও হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ করেছেন। আজ (৪ জুন) বিকেল ৪ টার দিকে জেলা আওয়ামী লীগের মুন্সীগঞ্জ সদরের বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ করে।

প্রথমে শহরের পুরাতন কাচারি থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে। পরে পুরাতন কাচারি সংলগ্ন হাইস্কুল মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশ করেন।

মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মহিউদ্দিনের সভাপতিত্বে ও মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন – জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ লুৎফর রহমান,সহ-সভাপতি নূরে আলম চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আফছার উদ্দিন ভূইয়া, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূইয়া।

এ সময় উপস্থিত ছিলেন – শহর আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী, মনির হোসেন নান্ন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, শহর যুবলীগ নেতা মালেকুল মাকসুদ বিপুল, জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সুরুজ মিয়া, সরকারি হরগঙ্গা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নিবির আহমেদ প্রমুখ।

আপনার মতামত লিখুন :