মুন্সীগঞ্জে চিকিৎসকের চেম্বারে অপচিকিৎসায় গর্ভের সন্তানের মৃত্যুর অভিযোগ

মুন্সীগঞ্জ শহরের বাগমামুদালী পাড়ার পরিবার পরিকল্পনার পরিদর্শকের বাড়ির চেম্বারে নরমল ডেলিভারী করাতে গিয়ে গর্ভের সন্তানকে মেরে ফেলার অভিযোগ এনেছেন গর্ভবর্তী হালিমার স্বামী মো. সাইফুল হক। গতকাল শনিবার দুপুরে মুন্সীগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
অপচিকিৎসায় গর্ভের সন্তান হত্যা করার অভিযোগ এনে মুন্সীগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সাইফুল হক অভিযোগে বলেছেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক সুরাইয়া খাতুন (৬০) ভুল চিকিৎসা করে তার স্ত্রী হালিমা আক্তার (২৬) এর গর্ভের সন্তানকে হত্যা করেছে।
বাগমামুদালীপাড়া সুরাইয়া খাতুনের চেম্বারে নরমাল ডেলিভারী হওয়ার কথা বলে জোর পূর্বক রোগীকে আটকে রাখে। পরবর্তীতে ভুল চিকিৎসার মাধ্যমে স্ত্রীর গর্ভের সন্তানকে মেরে ফেলা হয়। ১১ ফেব্রুয়ারি রাত প্রায় সাড়ে নয়টার সময় মৃত সন্তান প্রসব করায়। এ বিষয় অভিযোগকারী সাইফুল্লাহ জানান, মুন্সীগঞ্জ সদর থানায় অভিযোগ দিয়েছি। থানার অফিসার ঘটনাস্থলে গিয়েছেন। থানার ওসি সাহেব রাতের দিকে কাগজ পত্র নিয়ে দেখা করতে বলেছেন।
এ বিষয়ে সুরাইয়া খাতুনের সাথে মোবাইল ফোনে কল করা হলে সুরাইয়া খাতুন সাংবাদিক পরিচয় জানতে পেরে তার সহকারী নাজমুল হক খোকন নামে ব্যক্তির হাতে মোবাইল সেট দিয়ে দেন। নাজমুল হক খোকনের কাছে ঘটনার বিষয় জানতে চাইলে তিনিও ফোন কলে জৈনিক ব্যক্তির মাধ্যমে সাংবাদিক কে নিউজ না করার কথা জানান।
সদর থানার অফিসার ইনচার্জ আবু বকর ছিদ্দিক বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে বিষয়টির সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#