মুন্সীগঞ্জে চারুকলা সংস্থার আয়োজনে বসন্ত বরণ

মুন্সীগঞ্জে চারুকলা সংস্থার আয়োজনে ‘এসো ফাগুনের রঙ্গে সাজি সকলে’ শ্লোগানে বসন্ত বরণ – ১৪২৮ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শহরের পুরাতন কাচারিস্হ জেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বসন্ত বরণের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
এ সময় উপস্থিত ছিলেন – জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা, সদর থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর সিদ্দিক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকোট শাহিন মো. আমান উল্লাহ্।
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চারুকলা সংস্থার সভাপতি মো. আরিফ উল ইসলামের সভাপতিত্বে ও চারুকলা সংস্থার সাধারণ সম্পাদক সোনীয়া হাবিব লাবনীর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন – নাট্যকার ও নির্দেশক জাহাঙ্গীর আলম ঢালী, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন স্বজল, জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক শহীদুল্লাহ্ শহীদ, বিক্রমপুর থিয়েটার মুন্সীগঞ্জের সভাপতি হুমায়ুন ফরিদ, অ্যাডভোকেট মনিরুজ্জামান কনক, পত্ন গবেষক গোলাম আশরাফ খান উজ্জ্বল, হিরণ কিরণ থিয়েটারের সভাপতি মো. দেলোয়ার হোসেন, মুন্সীগঞ্জ পৌরসভার মহিলা কাউন্সিলর রুমা আক্তার, অ্যাডভোকেট সাইফুল আলম স্বপন, গোবিন্দ চন্দ্র মন্ডল, মেহেদী হাসান, শিউলি শবনম প্রমুখ।
বসন্ত বরণ অনুষ্ঠানটি উপস্থাপন করেন – হিরণ কিরণ থিয়েটারের সদস্য মো. শামীম শেখ।