মুন্সীগঞ্জে উদ্বোধন হলো বঙ্গবন্ধুর ম্যুরাল

মো.নাজির হোসেন
  প্রকাশিত হয়েছেঃ  ১২:১৬ AM, ২০ জুন ২০২১

মুন্সীগঞ্জে উদ্বোধন করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। আজ ১৯ জুন শনিবার দুপুর ১ টার দিকে পুরাতন কাচারীর লিচুতলায় বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যুরাল উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক।

এতে বিশেষ অনুভূতি ব্যক্ত করেন বঙ্গবন্ধুর একান্ত সহচর, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. মহিউদ্দিন, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, মুন্সীগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য মাহী বদরুদ্দোজা চৌধুরী।

জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে আরও অনুভূতি প্রকাশ করেন পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান আনিস ও মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। পৌর মেয়র হাজী ফয়সাল বিপ্লব প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে পৌরসভার চাবি তুলে দেন। মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে মন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রনাঙ্গনের শত স্মৃতি বইয়ের মোড়ক উন্মোচন করে। মুন্সীগঞ্জ জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরু ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট শাহিন মো. আমান উল্লাহ্। ম্যুরালটি নির্মাণ করেন এম.এস. ইন্টারন্যাশনাল আর্কিটেক ঠিকাদারি প্রতিষ্ঠান।

আপনার মতামত লিখুন :