মুন্সীগঞ্জে উজান ভাটি সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান

মো. নাজির হোসেন
  প্রকাশিত হয়েছেঃ  ১২:১৩ AM, ১১ অক্টোবর ২০২১

মুন্সীগঞ্জে ” গানে গানে কবিতা” শ্লোগানে উজান ভাটি সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠীর ৩ য় বর্ষের পদার্পন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আজ (১০ অক্টোবর) রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে জেলা শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সংক্ষিপ্ত আলোচনা করেন – সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হাই তালুকদার।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত আলোচনা করেন – সরকারি হরগঙ্গা কলেজের ইংরেজ বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সী সিরাজুল হক, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট শাহিন মো. আমান উল্লাহ্,জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরু, পি.টি.আই ইন্সটেক্টর কবি শাহানা সিরাজী, কবি জাকির সাইদ।

এ সময় উপস্থিত ছিলেন -সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন জাকির, সংগঠনের সাধারণ সম্পাদক হুমাইরা আক্তার রিমা, ওস্তাদ সৈয়দ মোতালেব, অ্যাডভোকেট সুজন হায়দার জনি ও মতিন মিয়া।

আনুষ্ঠানের সভাপতিত্ব করেন উজান ভাটি সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি- কণ্ঠশিল্পী আব্দুল মতিন। এতে সঞ্চলনা করেন কবি অনু ইসলাম।

সংক্ষিপ্ত আলোচনা শেষে সংগীত পরিবেশন করেন উজান ভাটি সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠীর শিল্পীবৃন্দ।

আপনার মতামত লিখুন :