মুন্সীগঞ্জে আবাদি জমির উপর ড্রেজারের পাইপ লাইন

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৩৩ PM, ১০ ফেব্রুয়ারী ২০২২

মুন্সীগঞ্জ পৌরসভার যোগনীঘাট এলাকায় ফসল নষ্ট করে দুই কিলোমিটার এলাকা জুড়ে জমির উপর দিয়ে ড্রেজারের পাইপ লাইন টানা হয়েছে। নির্ভরযোগ্য একাধিক সূত্র জানিয়েছে পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আওলাদ হোসেনের নেতৃত্বে এ পাইপ লাইন টানা হয়। এতে ফসল ও শীতকালীন সবজির নষ্ট হয়ে ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা।

গেলো মঙ্গলবার সরেজমিন দেখা গেছে, ধলেশ্বরী নদী থেকে যোগনীঘাট এলাকার আবাদি কুমড়া, ধনিয়াপাতা, আলু, মূলা,সরিষা, পেয়াঁজসহ শীতকালীন সবজির জমির উপর দিয়ে ড্রেজারের পাইপ লাইন বসানো হয়েছে। সারিবদ্ধ ভাবে টানা পাইপের একাধিক স্থানে ছিদ্র রয়েছে। আর সেই ছিদ্র থেকে বালু গড়িয়ে ফসলি জমির গড়াচ্ছে। এতে জমির গুলোতে আবাদ করা ফসল বালু চাঁপা পড়ছে। আবার পাইপ টানার কারনে ট্রাক্টর দিয়ে সম্পূর্ণ জমির এক পাশ চাষ করা হলেও অন্যপাশে চাষ দেওয়া যাচ্ছে না।

স্থানীয় আলু চাষী সাইফুল ইসলাম বলেন, আমার আলুর জমির উপর দিয়ে কাউন্সিলর আওলাদ ও তার ছেলে জোর করে ড্রেজারের পাইপের লাইন নিয়েছে। লাইন টানার সময় আলুর ক্ষেতে নষ্ট করেছে। এখন পাইপ থেকে বালু পরেও আলুর গাছ তলিয়ে গেছে। আমার আলু খেতের ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়ে আলু খেত ক্ষতিগ্রস্ত হয়েছিলো। এখন একজন জনপ্রতিনিধি হয়ে এসব কাজ কিভাবে করে? আমি এর সঠিক বিচার চাই।

অপর কৃষক আব্দুল মতিন বলেন, জমিতে কুমড়ার চাষ করেছি। গাছ মরে গেছে। জমিতে বর্ষাকালীন সবজির আগাম চাষ করবো। পাইপের কারনে ট্রাক্টর দিয়ে চাষ দিতে পারছি না। টমোটো চাষী মনির হোসেন বলেন, এখন আমাদের সবজি আবাদের সবচেয়ে ভালো সময়। অথচ এখন আবাদি জমির উপর দিয়ে আওলাদ ও তার ছেলে জোর করে ড্রেজারের পাইপ বসিয়েছে। আমরা না করেছিলাম। উল্টো আমাদের হুমকি দেয়।

এ ব্যাপারে পৌর কাউন্সিলর আওলাদ হোসেন দাবী করেন, তার বিরুদ্ধে কারও কোনো অভিযোগ নেই। অভিযোগ থাকলে তিনি জানতে পারতেন। তিনি জানান, জমির উপর দিয়ে ড্রেজারের পাইপ নেওয়ায় কারো অসুবিধা হয়নি। কারও ফসলের ক্ষতি হয়নি। কয়েকটি জমিতে ড্রেজারের পাইপ থেকে বালু পড়েছিল। সেগুলো তুলে নেওয়া হচ্ছে। ড্রেজারের পাইপ কয়েক দিনের মধ্যে খুলে নেওয়া হবে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার বলেন, বিষয়টি জানতে পেরে কাউন্সিলরকে পাইপ অপসারণ করতে বলা হয়েছে। কোনো কৃষকের ক্ষতি হয়ে থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

আপনার মতামত লিখুন :