মুন্সীগঞ্জে আদালতে হাজিরা দিতে এসে হামলার শিকার যুবক

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৪৭ PM, ২৭ অক্টোবর ২০২২

মুন্সীগঞ্জ শহরের কাচারী এলাকায় কামাল হোসেন ইকু নামের এক যুবককে মারধর ও অপহরণ করার চেষ্টা করে কয়েকজন বখাটে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালত থেকে মামলার হাজিরা দিতে এসে এ হামলার শিকার হন এ যুবক। কামাল হোসেন ইকু নারায়নগঞ্জের দেওভোগ এলাকার মো. হানিফ খানের ছেলে। এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় ১০জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই যুবক।
হামলার শিকার কামাল হোসেন ইকু বলেন, আমি বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে সেশন ৬৪৯/২০২২ মামলায় হাজিরা দিয়ে যাওয়ার পথে কোর্টগাঁও এলাকায় অজ্ঞাত দুইজন মিশুক আটকিয়ে ছুরি বের করে আমাকে কাচারী এলাকায় নিয়ে যায়। এসময় মুন্না ও সাগর এবং সাইদুর নামের তিনজন মোটরসাইল নিয়ে পিছনে পিছনে আসে। এসময় আমি চিৎকার দিলে তারা সকলে মিলে আমাকে আলোপাতারী মারধর করে। পরে অপহরণ করার চেষ্টা করে। এসময় আমার পেন্টের পকেট থেকে ১০ হাজার ২০০ টাকা নিয়ে যায়। পরে আমার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে।
এ বিষয়ে সদর থানার ডিউটি অফিসার এসআই আসমা আক্তার বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :