মুন্সীগঞ্জে আইনজীবীদের মানববন্ধন

মো.নাজির হোসেন
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:২৮ PM, ২০ মে ২০২১

মুন্সীগঞ্জে প্রধানমন্ত্রী, বিঞ্জ প্রধান বিচারপতি ও আইনমন্ত্রী প্রতি আহবান স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক নিয়মে আদালতের কার্যক্রম করতেই চাই সাধারণ আইনজীবীর ব্যানারে মানববন্ধন হয়েছে। আজ (২০মে) বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে জেলা আইনজীবী সমিতির সামনে সাধারণ আইনজীবীদের মানববন্ধন হয়।

এ মানববন্ধনে মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট- মুহাম্মদ আব্দুল হালিম সরদার সঞ্চালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন – সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবীর শাহিন মিজি, অ্যাডভোকেট আবু হানিফ হিরু, অ্যাডভোকেট তৌহিদ আহসান মঈন, অ্যাডভোকেট মো. আলমগীর হোসেন, অ্যাডভোকেট মো. সুমন মিয়া, অ্যাডভোকেট ইকবাল হোসেনসহ সাধারণ আইনজীবীবৃন্দরা।

মানববন্ধনে সাধারণ আইনজীবীরা বলেন, প্রথমে মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া। অত:পর ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে। তাহার জোড়ালো পদক্ষেপে বাংলাদেশ করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, বিঞ্জ প্রধান বিচারপতি ও আইনমন্ত্রী মহোদয়ের প্রতি উদাত্ত আহ্বান সাধারণ বিচার প্রার্থী জনগণের অধিকার ও আইনজীবীদের স্বার্থ রক্ষায় স্বাস্থ্যবিধি পালন পূর্বক আদালতের স্বাভাবিক কার্যক্রম চালু করুন। সাধারণ আইনজীবীদের দাবী -আমরা স্বাস্থ্য বিধি মেনে আদালতের কার্যক্রম করতে চাই।

আইনজীবী আরও বলেন, মিডিয়ার ভাইদের বলছি -সাংবাদিকের কলম ও মিডিয়া বিশ্বে সবচেয়ে বড় শক্তিশালী। আপনারা সাধারণ আইনজীবীদের দাবী মাননীয় প্রধানমন্ত্রী, বিঞ্জ প্রধান বিচারপতি ও বিঞ্জ আইনমন্ত্রী মহোদয়ের নিকট পৌঁছে দিন।

আপনার মতামত লিখুন :