মুন্সীগঞ্জে অসহায়,সুবিধা বঞ্চিতদের মাঝে খাদ্য বিতরণ প্রথম আলো বন্ধুসভার

মুন্সীগঞ্জে প্রথম আলোর বন্ধুসভার উদ্যােগে অসহায় ও সুবিধা বঞ্চিত ৭০ জন পথ শিশুদের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ১২ টার দিকে শহরের বিভিন্ন পয়েন্টে ( বসন্ত দিন) উপলক্ষে ভালো কাজের অংশ হিসেবে এ খাবার বিতরণ করে বন্ধুরা।
বন্ধুসভার বন্ধুরা ব্যাক্তিগত ভাবে অর্থ সংগ্রহ করে। শহরের শিল্পকলা একাডেমি মোড়, ডিসি পার্ক, মুন্সীগঞ্জ বাজার, লঞ্চঘাট ও হাটলক্ষীগঞ্জ এলাকার শহর রক্ষাবাধে অসহায়, দরিদ্র,শিশু ও নারী-পুরুষের মধ্যে প্যাকেট খাবার গুলো তুলেদেন বন্ধুরা।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনটির উপদেষ্টা ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুজন হায়দার, মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরু, উপদেষ্টা জাহাঙ্গীর আলম ঢালী, রাজীব পাল, প্রথম আলোর মুন্সিগঞ্জ প্রতিনিধি ফয়সাল হোসেন, সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, মুন্সিগঞ্জ বন্ধুসভার সভাপতি বিকাশ কুমার, সাধারন সম্পাদক ইমরান হোসেন, কার্যকরী সদস্য নুরুন্নবী মুন্না, বন্ধু মরিয়ম মিতু, নন্দীনি ইতি প্রমুখ।
প্রথম আলোর মুন্সীগঞ্জ প্রতিনিধি ফয়সাল হোসেন বলেন- বন্ধুসভা একটি স্বেচ্ছাসেবী সংগঠন ব্যক্তিগত ভাবে অর্থ সংগ্রহ করে ৭০ জন অসহায়, সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে খাবার দিয়েছে। এটি বন্ধুসভার একটি ভাল কাজের অংশ। এ ছাড়াও বন্ধুসভার বন্ধুরা বৃক্ষরোপণ, ঈদের সময় নতুন জামা, খাদ্য সামগ্রী,শিক্ষা সামগ্রী বিতরণ ও রক্তদানের মত মহৎ কাজ করে থাকে। এসব কাজ তারা স্বেচ্ছায় নিজেদের অর্থে করে থাকে। এসব কাজ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।