মুন্সীগঞ্জে অবৈধ কারেন্ট জাল বিরোধী কম্বিং অপারেশন

মুন্সীগঞ্জে অবৈধ কারেন্ট জাল বিরোধী কম্বিং অপারেশন চালিয়েছে জেলা প্রশাসন। আজ মলবার সকাল ১১ টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ, নয়াগাঁও, ডিঙ্গাভাঙ্গা, হাতিমারা, বিনোদপুর ও কাজী কসবা এলাকার অবৈধ কারেন্ট জাল উৎপাদন ও আয়রন কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
মুন্সীগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসুলের নির্দেশনায় জেলা পুলিশ ও মৎস্য বিভাগের সহায়তায় ৭ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ বিশেষ কম্বিং অপারেশন চালায়। অভিযান পরিচালনাকালে অধিকাংশ কারখানায় কারেন্ট জাল বা কারেন্ট জাল উৎপাদনে ব্যবহৃত কোন সরঞ্জাম পাওয়া যায় নি। একটি কারখানায় সামান্য পরিমাণে কারেন্ট জাল পাওয়া যাওয়ায় পুলিশ কর্তৃক একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
কম্বিং অভিযানের নেতৃত্বে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ হাসিব সরকার। এ সময় ছিলেন -নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার, মো. কামরুল হাসান মারুফ, মো. ইলিয়াস সিকদার, উম্মে কুলসুম রুবি, মাহমুদ আশিক কবির ও মো. আশরাফুল কবীর।
এছাড়াও উপস্থিত ছিলেন-জেলা মৎস্য কর্মকর্তা মো. শামশুল কবির, সদর থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর সিদ্দিক, ওসি ডিবি আবুল কালাম আজাদ, ইন্সপেক্টর তদন্ত মো. রাজিব খানসহ ৬ উপজেলার মৎস্য কর্মকর্তা, খামার ব্যবস্থাপক।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার জানান, জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসুল স্যারে নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।#