মুন্সীগঞ্জের মুক্তারপুরে গণভোজ ও দোয়া
জাতীয় শোক দিবস

মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর ফেরীঘাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন হয়েছে। আজ (২৩ আগষ্ট) সোমবার বেলা ১১ টার দিকে এ উপলক্ষে মুক্তারপুর খেরীঘাট এলাকায় দোয়া ও গণভোজের আয়োজন করা হয়। এ ছাড়াও এ ইউনিয়নের প্রতেকটি ওয়ার্ডে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও গণভোজের আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা ও গণভোজের খাবার বিতরণ করেন মুন্সীগঞ্জ- আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
এ গণভোজ ও দোয়া মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আওয়ামীলীগ নেতা ও শিল্পপতি হাজী গোলাম কিবরিয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন -মুন্সীগঞ্জ জেলা পরিষদ সদস্য মো. আরিফুর রহমান,সদস্য গোলাম রসুল সিরাজী,জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি আল মাহমুদ বাবু, অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক আপন দাস, পঞ্চসার ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ৯ নং ওয়ার্ড সদস্য মো. জাহিদ হাসান, পঞ্চসার ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. কবির হোসেন, সহ-সভাপতি মো. জাহাঙ্গীর, মো. হিরণ বাদশাহ, হাজী মো. জুয়েল, তাজবির আহমেদ, মো. মোক্তার হোসেন, মো. দীপু, মো. রওশন, সংগীত শিল্পী আব্দুল মতিন, মো. হামিদুর রহমান ও মো. হান্নান দেওয়ান প্রমুখ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবার ও ১৫ আগষ্টে সকল শহীদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। দোয়া শেষে ১০ হাজার লোকের মাঝে খাদ্য বিতরণ করা হয়।