মুন্সীগঞ্জের মিরকাদীমে ছাত্রলীগের শোকর্যালী

গতকাল ১৫ই আগস্ট শনিবার মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌর ছাত্রলীগের উদ্যোগে শোকর্যালী বের করা হয়। র্যালীটি পৌরসভার ৫ নং ওয়ার্ড টেঙ্গর থেকে শুরু করে মিরকাদীম রিকাবী বাজার সোনালী কমিনিউটি সেন্টারে এসে শেষ হয়। শনিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে দিনের কার্যক্রম শুরু করে।
মিরকাদিম পৌর ছাত্রলীগের সভাপতি খালেদ মোহাম্মদ রকির সভাপতিত্বে উক্ত র্যালীতে অংশ গ্রহন করেন মিরকাদিম পৌর আওয়ামীলীগের সভাপতি ওয়াহিদুজ্জামান বাসু, মুন্সিগঞ্জ জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মনছুর আহাম্মেদ কালাম, পৌর আওয়ামীগের সহ-সভাপতি ও ১নং ওয়ার্ড কাউন্সিলর আঃ জলিল মাদবর, পৌর আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আঃ রহিম বাদশা, সাবেক ছাত্র নেতা ম মনিরুজ্জামান শরিফ, পৌর আওয়ামীলীগের কার্যকরি সদস্য আব্দুস সালাম মনা, জেলা সেচ্ছা সেবক লীগ নেতা সুমন দেওয়ান, পৌর সেচ্ছা সেবক লীগের সভাপতি মোঃ সেকান্দর হোসেন, সাধারন সম্পাদক জোবায়ের ইসলাম জনি, পৌর স্বেচ্ছা সেবক লীগ নেতা মোঃ আবু সাইদ, ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক নয়ন তালুকদার, পৌর ছাত্রলীগ নেতা শফিউল বাসার, পৌর ছাত্রলীগ নেতা সাইফ আকাশ, রুহুল আমীন বিপ্লব সহ আরো অনেকে।