মুন্সীগঞ্জের মিরকাদিমে ইলিশ উৎসব অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে ইলিশ উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে মিরকাদিম পৌর এলাকায় আগমনী সাহিত্য পাঠাভ্যাস কেন্দ্রের উদ্যোগে ইলিশ উৎসবের আয়োজন করা হয়।
এতে ১১ রকমের ইলিশের বাহারী রেসিপি তৈরি করে সংঠনটির সদস্যরা।
এসময় আগমনী সাহিত্য পাঠাভ্যাস কেন্দ্রের সভাপতি রাজ মল্লিকের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্র মুন্সীগঞ্জ ইউনিটের লাইব্রেরীয়ান মো: হাসান আলী, সবুজ কুঁড়ি বাংলাদেশের সভাপতি মাহবুব আলম জয়, বিশ্ব সাহিত্য কেন্দ্রের জয়ন্ত, আগমনীর সদস্য হৃদয়, পিয়াস, রাব্বি, রিঞ্জু, সুমন সাহা হ্যাপী ও মিশু সহ অন্যরা। এসময় আলোচনায় বক্তারা দেশীয় ঐতিহ্য ইলিশ উৎসবের গুরুত্ব তুলে ধরেন।