মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কালিবাড়ি-কামারখাড়া রাস্তার বেহাল দশা

টঙ্গীবাড়ি উপজেলা থেকে কামারখাড়া যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়কের প্রায় ৩ শত ফিট রাস্তার অর্ধেকাংশ ধ্বসে পুুকুরে বিলীন হয়ে গেছে। ফলে হুমকির মুখে পরেছে পুরো রাস্তাটি। ঝুকি নিয়েই ব্যাস্ততম ওই রাস্তাটিতে যানবাহন চলছে। টঙ্গীবাড়ি উপজেলার টঙ্গীবাড়ি-কামাড়খাড়া সংযোগ সড়কের কামারখাড়া গ্রামের দুটি পুকুরের পাশের রাস্তার বিস্তির্ণ অংশ পুকুরে ধ্বসে গেছে। ইতিমধ্যে ওই রাস্তা দুটির ওই স্থানের অর্ধেকাংশ পুকুরে ভেঙ্গে পরেছে। সরেজমিনে গিয়ে দেখা যায় রাস্তাটিতে বাশঁ পুতে বেড়া দিয়ে রক্ষার চেষ্টা করা হয়েছিলো। এলাকাবাসী জানান, বর্ষার শুরুতেই রাস্তটিতে ভাঙ্গন দেখা দেয়। তখন বিস্তির্ণ অংশ পুকুরে ভেঙ্গে পরলে স্থাণীয় শিল্পপতি মজিবুর রহমান সর্দার তার নিজেস্ব অর্থায়নে রাস্তাটি পাশে বাশঁ পুতে বেড়া দিয়ে মাটি ফেলে সংস্কার করে যান-চলাচলের উপযোগী করে দেন । কিন্তু এ বছর বন্যা আর বৃষ্টিতে রাস্তার পাশের পুতে রাখা বাশসহ রাস্তাটির ওই অংশটি পূনরায় পুকুরে ভেঙ্গে পরেছে। এতে ওই স্থানের রাস্তার অর্ধেকাংশ ইতিমধ্যে পুকুরে বিলিন হয়ে গেছে। বৃষ্টির কারনে দিন দিন ভাঙ্গনও বৃদ্ধি পেয়েছে। টঙ্গীবাড়ি উপজেলার গুরুত্বপূর্ণ এ রস্তাটি দিয়ে ধীপুর, কামারখাড়া, যশলং, দিঘিরপাড় ইউনিয়নসহ পার্শ্ববর্তী শরিয়তপুর জেলার লোকজন নিয়মিত যাতায়াত করে।স্থানীয় শিল্পপতি মজিবর রহমান সর্দার জানান আমি নিজে ৩ লক্ষ টাকা খরছ করে রাস্তাটি সংস্কার করেছি, আমার পরে উপজেলা চেয়ারম্যান জগলুল হালদার ভুতু ও কামারখার ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন হালদার তারও কিছু টাকা দিয়ে রাস্তাটি সংস্কার করেছে।
এ ব্যাপারে টঙ্গীবাড়ি উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম হোসেন জানান, ওই রাস্তাটির টঙ্গীবাড়ি হতে বেশনার পর্যন্ত সংস্কারের টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যে প্রক্রিয়াধীন আছে। ধ্বসে পড়া স্থানটিও স্পেশালভাবে সংস্কার করার প্রক্রিয়া চলছে।