মুন্সিগঞ্জ-বিক্রমপুর ভবন সাবেক ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ০১:০৫ PM, ৩১ অগাস্ট ২০২০

মুন্সিগঞ্জ-বিক্রমপুর ভবন সাবেক ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের আত্মপ্রকাশ হয়েছে।২৯আগস্ট শনিবার রাজধানী ঢাকার মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির নিজস্ব ভবনে এক মতবিনিময় সভার মাধ্যমে তাদের আত্মপ্রকাশ হয়।

মুন্সিগঞ্জ-বিক্রমপুর ভবনের সাবেক ছাত্র মাকসুদ আলম ডাবলুর উদ্যোগে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন নির্মল চন্দ্র দেবনাথ ও সঞ্চালনায় ছিলেন জামিল সিদ্দিকী বাপ্পি।করোনা মহামারীর সময় মতবিনিময় সভাটি সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে সম্পন্ন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির সভাপতি প্রফেসর ডাক্তার মনিরুজ্জামান ভূঁইয়া, সাধারণ সম্পাদক ডাক্তার মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ন সম্পাদক দেওয়ান মোহাম্মদ আরিফুল ইসলাম ফারুক।আগত অতিথিরা মুন্সিগঞ্জ-বিক্রমপুর ভবন সাবেক ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের সাথে একাত্মতা প্রকাশ করে তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ও আলোচনা সাপেক্ষে ফাউন্ডেশন এর কাজ সুষ্ঠু ভাবে এগিয়ে নেয়ার জন্য প্রাথমিকভাবে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক ও ৬ উপজেলা থেকে ছয়জনকে যুগ্ন আহবায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।

গঠিত কমিটির সদস্যরা হলেনঃ-

১. আহবায়ক – নির্মল চন্দ্র দেবনাথ ২. যুগ্ন আহবায়ক- ইকবাল হোসেন (সিরাজদিখান) ৩. যুগ্ন আহবায়ক -মনির হোসেন (মুন্সীগঞ্জ সদর) ৪. যুগ্ন আহবায়ক- আব্দুল্লাহ আল মামুন (লৌহজং) ৫. যুগ্ন আহবায়ক – মাকসুদ আলম ডাবলু (শ্রীনগর) ৬. যুগ্ন আহবায়ক- হাসান মাসুদ (গজারিয়া) ৭. যুগ্ন আহবায়ক – জামাল হোসেন (টঙ্গীবাড়ী)

সম্মানীত সদস্যবৃন্দ : ৮. নাসির উদ্দিন ৯. আবুল কালাম ১০. আলী আহম্মেদ রাসেল ১১. জামিল সিদ্দিকী বাপ্পি ১২. জাহাঙ্গীর খান ১৩. আবুল বাশার খান ১৪. শওকত আলী ১৫. ফিরোজ আহমেদ খান ১৬. আসাদুজ্জামান স্বপন ১৭. এনায়েত উল্লাহ টিটু ১৮. মো. আশরাফুজ্জামান ১৯. নুরুল আমিন রনি ২০. ডাক্তার বিল্লাল হোসেন ২১. সাইরাজ খান ২২. মনির হোসেন ২৩. কামরুল হাসান ২৪. নূরে আলম খান ডিয়ান ২৫. মহসিন রাঢ়ী ২৬. জামাল হোসেন ২৭. আক্তার হোসেন ২৮. হুমায়ুন কবির ২৯. আহসান হাবীব মিল্টন ৩০. রাসেল সরকার ৩১. রোমান রাঢ়ী ৩২. নজরুল ইসলাম ৩৩. আওলাদ হোসেন ৩৪. আজমি শেখ ৩৫. অজয় কুমার দাস ৩৬. মুস্তাফিজুর রহমান মুন্না ৩৭. মো. আলমগীর হোসাইন ৩৮. রহমত দেওয়ান ৩৯. হাবিবুর রহমান পিয়াল ৪০. মেহরাব হোসেন জসি ৪১. জাহাঙ্গীর আলম

এই আহ্বায়ক কমিটি আগামী দুই মাসের মধ্যে একটি সাবকমিটির মাধ্যমে যুগান্তকারী এবং যুগোপযোগী গঠনতন্ত্র প্রণয়ন করবেন। গঠনতন্ত্র অনুযায়ী যোগ্যতার ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।এই ফাউন্ডেশন এর প্রধান কাজ হবে ভবন ছাত্রাবাসের সংস্কার, ছাত্রদের পড়াশোনার উপযোগী পরিবেশ তৈরী করন, ছাত্রদের আসন সংখ্যা বৃদ্ধি করা, ভবনের ছাত্রদের যেকোনো প্রয়োজনে সম্মিলিতভাবে এগিয়ে আসা।

আপনার মতামত লিখুন :