মুন্সিগঞ্জে স্বর্ণশিল্পালয় সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৩৯ PM, ৩১ ডিসেম্বর ২০২২

মুন্সিগঞ্জে স্বর্ণশিল্পালয় সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার দুপুরে শহরের ফ্রেন্ডস কিচেন এন্ড পার্টি প্যালেসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে জেলার ৬ টি উপজেলার সকল স্বর্ণ ব্যবসায়ী মালিকগণ ছাড়াও বাংলাদেশ জুয়েলারী সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মুন্সিগঞ্জ স্বর্ণশিল্পালয় সংগঠনের জেলা সভাপতি অজয় কর্মকার পুটুর সভাপতিত্বে স্বর্ণ ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবী জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও চেয়ারম্যান (বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটরিং) ডাঃ দিলীপ কুমার রায়।

এছাড়াও অন্যদের মাঝে আরও বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি সমর কুমার ঘোষ,বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের সহ-সম্পাদক নারায়ণ চন্দ্ৰ দে,বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মোঃ রিপনুল হাসান, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের সাবেক কোষাদক্ষ ও কার্যনিবাহী সদস্য পবিত্র চন্দ্র ঘোষ, মুন্সিগঞ্জ স্বর্ণ শিল্পালয় সংগঠনের মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক লক্ষণ মুখার্জি প্রমুখ।

আপনার মতামত লিখুন :