মুন্সিগঞ্জে শেখ কামাল অ্যাথলেটিকস্ প্রতিযোগিতার দীর্ঘ লাফে প্রথম হয়েছে রায়হান

মুন্সিগঞ্জে অনুষ্ঠিত শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস্ প্রতিযোগিতা-২০২৩’র জেলা পর্যায়ে দীর্ঘ লাফে প্রথম হয়েছেন মো. রায়হান দেওয়ান।সে শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বাগবাড়ি গ্রামের মো. বছির দেওয়ানের পুত্র ও রুসদী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।গতকাল বৃহস্পতিবার জেলার ৬টি উপজেলা থেকে মুন্সীগঞ্জে অনুষ্ঠিত দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় প্রতিযোগীরা অংশগ্রহন করেন।বালক দীর্ঘ লাফে প্রথম স্থান অর্জন করে মো. রায়হান দেওয়ান।
বিষয়টি নিশ্চিন করেন রায়হানের বড় ভাই মো. ইব্রাহিম হোসেন রাতুল।তিনি জানান, এদিন বালক ১০০ মিটার ও ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায়ও রায়হান দ্বিতীয় হয়েছেন।