মুন্সিগঞ্জে বিরাশিয়ান বন্ধুদের মিলনমেলায় মেয়র আইভী

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ০২:৩৬ AM, ০৪ ফেব্রুয়ারী ২০২৩

এস,এস,সি ১৯৮২ ব্যাচ মুন্সীগঞ্জ এর বন্ধুরা সমবেত হয়েছেন মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগরের হাবিব-পাপিয়া বাগান বাড়িতে।শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ছুটির দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আগত বন্ধুরা আড্ডায়, গানে গানে, নানান কৌতুকে হাসি ঠাট্টায় মেতে ওঠে। যেন তারা ছেলে বেলায় ফিরে যায়। বন্ধুদের মিলন মেলায় ৬৫জন অংশগ্রহণ করেন।

এদিকে ‘৮২ ব্যাচের নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ডা আইভি রহমান বন্ধুত্বের টানে ছুটে আসেন কোন প্রোটকল ছাড়াই বন্ধুদের মিযলনমেলায়।তাঁর আগমেন বন্ধুদের সমাগম আরো প্রাণবন্ত হয়ে উঠে।তিনি বন্ধুদের সঙ্গে আড্ডা শেষে দুপুরে খাওয়া দাওয়ার পড়ে বিকেলে নারায়ণগঞ্জ ফিরে যান। ব্যাংকার শেখ আব্দুল বাকীর, সাজ্জাদুর রহমান, কাজী ওয়াজেদ পাপন এবং মশিউর রহমান কাজলের উদ্যোগে বিরাশিয়ানদের এ আয়োজন সাফল্যমন্ডিত হয়।

মেয়র আইভি রহমান বলেন, বহুদিন পড়ে বিরাশির বন্ধুদের সঙ্গে মিলিত হতে পেরে যারপর নাই আনন্দিত হয়েছি। সব বন্ধুদের একত্রে দেখতে পেয়ে খুব খুশি লাগছে, মনটা ভরেগেছে।

আপনার মতামত লিখুন :