মুন্সিগঞ্জে প্রবাহমান খাল ভরাট করলো ছাত্রলীগ যুবলীগ নেতা, জরিমানা-কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৪৪ PM, ২০ ফেব্রুয়ারী ২০২৩

মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে প্রবাহমান রজত রেখা খাল ভরাট করা হয়েছে। অভিযোগ উঠেছে, ইউনিয়ন যুবলীগের সভাপতি সুলতান কাজী বাবু ওরফে শুটার বাবু ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহাত আহমেদ শাকিল এ ভরাট কাজ করেছেন।ভরাট অংশ ইউনিয়নটির ছোট মোল্লাকান্দি এলাকায় পড়েছে।

সোমবার দুপুরে এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মো. মোক্তার হোসেন (৩৯) নামে এক ব্যক্তিকে দু’মাসের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে সদর উপজেলা কমিশনার (ভূমি) মো. হাসিবুর রহমান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হোসাইন আল জুনায়েদ বলেন, বেলা সোয়া ১১ টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নে ভিজিডির চাল বিতরন উদ্বোধনের জন্য যাচ্ছিলাম।ছোট মোল্লাকান্দি এলাকায় এসে দেখলাম খালে ড্রেজার পাইপের মাধ্যমে বালু ভরাট করা হয়েছে।পরে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিকে খবর দেয়।তারা ঘটনাস্থলে আসেন। মাটি কাটার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে আটক করা হয়।ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সদর উপজেলা কমিশনার ভূমি মো. হাসিবুর রহমান ওই ব্যাক্তিকে জরিমানা করেন। খালটির প্রবাহ আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য কাজ করা হচ্ছে।

স্থানীয়রা জানান, এই খালটি মাত্র কয়েকদিন আগেও প্রবাহমান ছিল। খালের পানিতে ছোট মোল্লাকান্দি এলাকার মানুষজন গোসল করত। গৃহস্থালির কাজে ব্যবহার করত। অথচ চরকেওয়ার ইউনিয়নের যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা খালের মধ্যখান দিয়ে বালু ভরাট করে প্রবাহ বন্ধ করে দেয়।এলাকার মানুষ ভয়ে কিছু বলেনি।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিন ভূইয়া বলেন, খালের প্রবাহ বন্ধ করে ব্যবসা করার উদ্দেশ্যে স্থানীয় বাবু কাজী ও শাকিলের নেতৃত্বে খালের মধ্য খানে বালুর স্তুপ করা হয়েছে। প্রশাসনের লোকজন এসে বালু সরানোর কাজ করেছেন।আগামী দু’দিনের মধ্যে খালের বালুর সরানোর নির্দেশ দিয়েছে।

আপনার মতামত লিখুন :