মুন্সিগঞ্জের দরগাবাড়িতে ইয়াবাসহ গ্রেফতার -১

টুডে প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:১৪ PM, ৩১ অগাস্ট ২০২০

র‌্যাবের প্রতিষ্ঠা লগ্ন থেকেই সমাজে বিশৃংখলা সৃষ্টিকারী, মাদক ব্যবসায়ী, জঙ্গী সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী, ডাকাত, জলদস্যু, কালোবাজারী ও মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ৩১/০৮/২০২০ ইং তারিখ আনুমানিক ১৬.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ সদর থানাধীন দরগাবাড়ী নামক স্থানে শহীদ সৈয়দ বাবা আদম (রঃ) এর মাজারের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) বিক্রয় করিতেছে।

এরুপ তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১,মুন্সীগঞ্জ এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল উল্লেখিত ঘটনা স্থলে উপস্থিত হয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একই তারিখ আনুমানিক ১৭.২৫ ঘটিকার সময় নিম্মলিখিত মাদক ব্যবসায়ীকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হচ্ছেন মোঃ সোহাগ মিয়া (২৩), পিতা- মোঃ ফালু মাতবর, মাতা- উম্মে সালমা, সাং- দরগাবাড়ী (রামপাল ৭নং ওর্য়্ডা), থানা- মুন্সীগঞ্জ সদর, জেলা- মুন্সিগঞ্জ। উদ্ধারকৃত মালামাল হচ্ছেন ইয়াবা ট্যাবলেট ১০০ পিছ। মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত মোবাইল ফোন ১টি।

বর্ণিত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে অভিনব কৌশলে ব্যবসা চালিয়ে আসছে। সে এলাকায় মাদক ব্যবসার সক্রিয় সদস্য বলে স্থানীয়দের নিকট হতে জানা যায়। উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

আপনার মতামত লিখুন :