মুজিব বর্ষ উপলক্ষে শ্রীনগরে আ’লীগ নেতা সিরাজের পক্ষ থেকে টাকা ও শাড়ি বিতরণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে মানবিক সহায়তার অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলামের পক্ষ থেকে শ্রীনগরে নগদ ৭ লাখ টাকা ও ১৪ শত শাড়ি বিতরণ করার উদ্যোগ নেয়া হয়েছে। উপজেলার ১৪টি ইউনিয়নের ১৪শত নারীর মাঝে পর্যায়ক্রমে এ সহায়তা প্রদান করা হবে। এরই অংশ হিসেবে শুক্রবার সকালে উপজেলার কোলাপাড়া ও বিকেলে ষোলঘর ইউনিয়নের ২শত নারীর মাঝে নগদ টাকা ও শাড়ী বিতরণ করেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ¦ তোফাজ্জল হোসেন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজিরুল ইসলাম চৌধুরী, আবুল কালাম আজাদ ডালু, মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য ও হোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মাহাবুব উল্লাহ্কিসমত, উপজেলা আ’লীগের সদস্য লাবলু মৃধা, হাজী আঃ সালাম, উপজেলা যুবলীগের সভাপতি ও পাটাভোপ ইউপি চেয়ারম্যান ফিরোজ আলমামুন, যুবলীগের সাধারণ সম্পাদক ও কোলাপাড়া ইউপি চেয়ারম্যান হাজী নেছার উল্লাহ সুজন, ষোলঘর ইউপি চেয়ারম্যান, আজিজুল ইসলাম, গুপিনাথ দাস, মোঃ শাহ্ধসঢ়; জালাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত সিকদার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গির আলম জিকু, উপজেলা কৃষকলীগের সভাপতি হাজী আঃ রহিম, মিজানুর রহমান লন্ঠু, সাব্বির শেখ, মিথুন, আক্তার হোসেন, জাহিদুল, ওপেল, প্রমুখ।