মুক্তিযোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে লৌহজংয়ে ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১২:০৪ PM, ১৮ সেপ্টেম্বর ২০২০

চট্টগ্রামের বাঁশখালীতে সম্প্রতি মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানদের উপরে হামলার ঘটনায় বিচার চেয়ে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির ও লৌহজং থানার ওসি মো. আলমগীর হোসাইন বরাবর স্মারকলিপি পেশ করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড। বুধবার দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষে ইউএনওর হাতে স্মারকলিপি তুলে দেন কমান্ডার মাহবুব-উল-আলম বাহারের নেতৃত্বে মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল, সেলিম মোস্তফা, দুলাল খান ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের রাসেদুল ইসলাম, দিপু খান ও আমানুল্লাহ আমান খাঁন প্রিন্স।

 

উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর একই ঘটনার প্রতিবাদে লৌহজং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও প্রজন্ম।

আপনার মতামত লিখুন :