মুক্তিযোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে লৌহজংয়ে মানববন্ধন

চট্টগ্রামের বাঁশখালীতে মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানদের উপরে হামলার ঘটনায় লৌহজংয়ে মানববন্ধন হয়েছে। গতকাল মঙ্গলবার সাগর সকাল ১১ টায় লৌহজং উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও প্রজন্মের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মুক্তিযোদ্ধা সন্তান আমানউল্লাহ খান প্রিন্সের সভাপতিত্বে জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব শামিম হাওলাদার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় আরোও বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার মাহবুবুল আলম বাহার, ডেপুটি কমান্ডার মহিউদ্দিন বাবুল মুন্সী, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর ফকির, সেকান্দর আলী বাদল, দুলাল খান, অহিদুল ইসলাম ও ডা. এম এ গফুর প্রমুখ। বক্তারা এ সময় মুক্তিযোদ্ধাদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
উল্লেখ্য, গত ২৪ আগস্ট চট্টগ্রামের বাঁশখালী ক্লাবে ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার অন্যতম প্রতিবাদকারী মুক্তিযোদ্ধা ডা. আশরাফ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন না করার প্রতিবাদে স্থানীয় মুক্তিযোদ্ধারা সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ করেন। সে সময় স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের অনুসারীরা উপস্থিত মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান ও সাংবাদিকদের উপর হামলা চালায়।