মিরকাদীমের ঝুঁকিপূর্ণ গ্যাস লাইন, দগ্ধ হওয়ার অপেক্ষা

আবু সাঈদ দেওয়ান সৌরভ
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৪৬ PM, ০৯ সেপ্টেম্বর ২০২০

মুন্সীগঞ্জ সদরের মিরকাদীম পৌরসভা গ্যাস বিম্ফোরণ ও অগ্নিকান্ডের চরম ঝঁকিুতে রয়েছে। যে কোন সময় ঘটতে পারে নারায়নগঞ্জের চেয়েও ভয়াভহ দূর্ঘটনা, মানুষ জীবন্ত দগ্ধ হতে পারে। মিরকাদীম পৌরসভার প্রায় ৯৫ শতাংশ গ্যাসের লাইন লিকেজ হয়ে দিন-রাত গ্যাস বের হচ্ছে। রাস্তা-ঘাট ও আবাসিকের প্রায় সকল স্থানেই গ্যাস লাইন লিকেজ হয়ে গ্যাস বের হচ্ছে। মিরকাদীমের প্রায় ৯০ শতাংশ গ্যাসের লাইজার অনিরাপদ ভাবে সংরক্ষিত। এছাড়াও মিরকাদীমের অধিকাংশ গ্যাস লাইন মেয়াদোওীর্ণ ও ঝঁুকিপূর্ন এবং অবৈধ গ্যাস সংযোগ রয়েছে অনেক। মিরকাদীমে বিগত কয়েক বছরে ঘটে গেছে ছোট বড় কয়েকেটি দূর্ঘটনা।

গ্যাস লাইন লিকেজ হওয়ার কারনে জাতীয় সম্পদ ক্ষতির পাশাপাশি জনস্বাস্থ্য ও জীবন হুমকির মুখে। মিরকাদীম পৌরসভা একটি বাণিজ্যিক ও আবাসিক এলাকা হওয়ায় দেশের বিভিন্ন স্থানের লোকজন জীবিকার প্রয়োজনে এখানে এসে কাজ করছে ও অবস্থান করছে। ঘনবসতিপূর্ন এই এলাকার অধিকাংশ মসজিদ শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় এলাকার সাধারণ মানুষের ও আবাসিক, বাণিজ্যিক এবং মুসল্লিদের জীবন হুমকির মুখে।

মিরকাদীম পৌরসভার বাসিন্দা মানব উন্নয়ন সমাজ কল্যান যুব পরিষদের চেয়্যারমান কামরুল ইসলাম জাহাঙ্গীর বলেন, আমাদের মিরকাদীমের অধিকাংশ গ্যাস লাইনের পাইপ লিকেজ অবস্থায় রয়েছে। প্রায় ২৪ ঘন্টা গ্যাস বের হয়। বৃষ্টি হলে রাস্তার নিচ দিয়ে গ্যাস বের হওয়ার স্পষ্ট প্রমান লক্ষ করা যায়। এছাড়াও আবাসিকের গ্যাস লাইন লিকেজ হয়ে গ্যাস বের হচ্ছে। আমি ব্যক্তিগত ভাবে গত দুই দিনে ডিসি, এসপি, ওসি, মিরকাদীম পৌরসভার মেয়র ও উপজেলা নিবার্হী অফিসা কাছে আবেদন করেছি। সম্মানিত মহোদয়গন ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

তিতাস গ্যাসের মুন্সীগঞ্জ অঞ্চলের ব্যবস্থাপক মেসাবহ উদ্দিন আহম্মেদ বলেন, আমরা অভিযোগ পাওয়ার সাথে সাথে মিরকাদীম পৌরসভায় লোক পাঠিয়ে ঝঁুকিপূর্ন এলাকার নকশা তৈরি করেছি এবং মেয়াদোওীর্ণ ও পুরাতন এবং ঝঁূকিপূর্ন লাইন মেরামত ও পরির্বতনের ব্যাপারে উর্ধতন অফিসে জানানো হয়েছে। আমাদের হেড অফিসের নির্দেশনা অনুযায়ী পরবতর্ী ব্যবস্থা গ্রহন করা হবে।

তিনি আরো জানান, আমাদের মুন্সীগঞ্জের জোনাল অফিসের অর্থনৈতিক অবস্থা তেমন ভাল না, ব্যবস্থা গ্রহনের জন্য অর্থের প্রয়োজন। যদি সবাই ব্যক্তিগত খরচে আমাদের মাধ্যমে মেরামত ও পরিবর্তনের আবেদন করে তাহলে দ্রুত ব্যবস্থা গ্রহন করা যাবে। কৃর্তপক্ষ বা প্রশাসনের যে কোন প্রকারে মিরকাদীমের মেয়াদোওীর্ণ ও ঝঁুকিপূর্ন গ্যাস লাইনের দ্রুত ব্যবস্থা গ্রহন করা জুরুরী। প্রশাসন ও স্থানীয় জনপতিনিধিগণ মিরকাদীমের মানুষের জীবনমাল রক্ষায় গুরুতপূর্ন ভূমিকা পালন করবে এবং মিরকাদীম বাসীকে গ্যাস বিস্ফোরণ ও মারাত্মক অগ্নিকান্ড দূর্ঘটনা হতে রক্ষা করতে সবার্ত্মক প্রচেস্টা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা।

আপনার মতামত লিখুন :