মিরকাদিমে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত

সদরে মিরকাদিমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
মিরকাদিম পৌরসভার আয়োজনে এ শনিবার সকাল ১১ টায় পৌর কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
এতে মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: কামালউদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের নেতা মো: সালাউদ্দিন আহমদ, মিরকাদিম পৌর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: নাছিরউদ্দিনসহ কাউন্সিলরবৃন্দ।
এসময় পৌর এলাকায় মেয়রের উদ্যোগে ৯ টি ওয়ার্ডে খাবার বিতরণ করা হয়।