মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গজারিয়ায় সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জের স্থানীয় দৈনিক রজত রেখা পত্রিকার নির্বাহী সম্পাদক মাহমুদুল হাসান সাদির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মুন্সীগঞ্জের গজারিয়ায়
সংবাদ সম্মেলন করেছে গজারিয়া উপজেলা প্রেসক্লাব।
সোমবার সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন গজারিয়া হাইওয়ে রেস্টুরেন্টে কনভেনশন কক্ষে গজারিয়া উপজেলা প্রেসক্লাব এর উদ্যোগে এই সংবাদ সম্মেল অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন
স্থানীয় দৈনিক রজত রেখা পত্রিকার গজারিয়া উপজেলা প্রতিনিধি ও উপজেলা
প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক জুয়েল দেওয়ান।
এ সময় সংবাদ সম্মেলনে অনতিবিলম্ভে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান উপস্থিত গণমাধ্যম কর্মীরা।
সংবাদ সম্মেলনে, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শামীম, সহ-সভাপতি আমিরুল ইসলাম (নয়ন), যুগ্ম-সাধারণ সম্পাদক নেয়ামুল হক নয়ন, ক্রীয়া ও সাংস্কৃতিক সম্পাদক সোলায়মান সিকদার, কার্যকরী সদস্য কামরুল ইসলাম, গোলাম মহিউদ্দিন, মো. আবুল হোসেন, গাজী মোহাম্মদ পারভেজ সহ উপজেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকটনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা
উপস্থিত ছিলেন।
উল্লেখ্য: গত ২৩ এপ্রিল মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়ানের ছোট মোল্লাকান্দি ও খাসকান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংর্ঘষের ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনে তাকে আসামী করে তার বিরুুদ্ধে মামলাটি দায়ের করা হয়।