মান্দ্রা শতদল সংঘের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

টুডে ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১১:২৭ PM, ১৫ নভেম্বর ২০২০

চলো যাই ভ্রমণে, একসাথে ঘুরবো মোরা ভাটি কি উজানে স্লোগানে শ্রীনগর উপজেলার ভাগ্যকুলের সামাজিক ও ক্রীড়া সংগঠন মান্দ্রা শতদল সংঘের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩নভেম্বর) ও শনিবার (১৪নভেম্বর) চট্টগ্রাম বিভাগের কক্সবাজার সমুদ্র সৈকত ও কক্সবাজার জেলার রামু থানায় এ বনভোজন অনুষ্ঠিত হয়।

বনভোজনের প্রথম দিনে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি বিচ,সুগন্ধা বিচ ও লাবনি বিচে দিনের গোসল, খেলাধূলা, খাওয়া দাওয়া ও ঘোরাফেরার আয়োজন করা হয়।বনভোজনের দ্বিতীয় দিন কক্সবাজার জেলার রামু থানার ভুবনশান্তি ১০০ ফুট সিংহশয্যা গৌতম বুদ্ধ মূর্তি পরিদর্শন, কক্সবাজার থেকে ১২ কিলোমিটার দূরে অবস্থিত হিমছড়ি পাহাড় থেকে সমুদ্র দেখা, হিমছড়ি পাহাড়ে যেতে একপাশের সুবিস্তৃত সমুদ্র সৈকত আর অন্যপাশের সবুজ পাহাড় পরিদর্শন ও খাওয়া দাওয়ার আয়োজন করা হয়।দিন শেষে সন্ধায় কলাতলি বিচে ছাতা চেয়ারে (কিটকট) বসে আড্ডা ও রাতে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়।

মান্দ্রা শতদল সংঘের এই বনভোজনে খাওয়াদাওয়ার আয়োজনে সহযোগী হিসেবে ছিল কক্সবাজারের মেরিনসিটি এলাকার রশিদ বিরানি হাউজ ও ভ্রমণে সহযোগী হিসেবে ছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ই,ডি,এম পরিবহন।

এর আগে গত ১২নভেম্বর বৃহস্পতিবার রাত ৮:৩০ মিনিটে ভাগ্যকুল থেকে কক্সবাজারের উদ্দেশ্যে মান্দ্রা শতদল সংঘের ৩১জন সদস্য রওনা হন।পরে ১৫নভেম্বর রবিবার সকাল ১০টায় ভাগ্যকুল পৌছানোর মধ্য দিয়ে বনভোজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

মান্দ্রা শতদল সংঘের বর্তমান সভাপতি লিংকু সরদার ও সাবেক সভাপতি জামিরুল সরদারের পরিচালনায় এতে মান্দ্রা শতদল সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি জমির শিকদার,সাবেক সভাপতি শরিফ সরদার,স্থায়ী কমিটির দুজন সদস্য মোঃ জসিম ও তাইজুল ইসলাম উজ্জ্বল ছাড়াও ২৫জন সদস্য উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :