মাদক বাল্যবিবাহ গুরুত্ব সহকারে দূর করা হবে-স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী এস আর রহমান মিলন

অ্যাডভোকেট এস আর রহমান মিলন।আসন্ন আধারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী তিনি। আগামী ২৮ নভেম্বর এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে এখানকার আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর সঙ্গে তীব্র প্রতিদ্ব›িদ্বতা হবে বলে আশা প্রকাশ করেছেন অ্যাডভোকেট এস আর রহমান মিলন।এই ইউনিয়নের মোট ভোটার ২৯ হাজার। মোট ভোট কেন্দ্র ১১টি।রয়েছে ৪টি ঝুকিপূর্ণ ভোট কেন্দ্র। অ্যাডভোকেট এস আর রহমান মিলন বলেন-সাধারণ ভোটাররা সুষ্ঠভাবে ভোট দিতে পারলে আমার বিজয় নিশ্চিত। সে লক্ষে তিনি নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রতিটি এলাকার ভোটাররা তাকে সমর্থনও করছেন।
স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট এস আর রহমান মিলন বলেন,আমি চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকা থেকে মাদক,বাল্য বিবাহ,এ দুটি সমস্যা গুরুত্ব সহকারে দূর করা হবে। ইউনিয়ন পরিষদে জন্মসনদ ও অনলাইন সেবা বিনামূল্যে ভোগান্তি ছাড়াই জনসেবা পাবেন জনগণ।
অ্যাডভোকেট এস আর রহমান মিলন বলেন- বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সোহরাব হোসেন ও তার লোকজন আমার সমর্থকদের নির্বাচনী প্রচার প্রচারণা করতে গেলে তারেকে নানা রকম ভয়-ভীতি দেখাচ্ছেন।মিলন বলেন,নির্বাচনী বিধি নিষেধ অমান্য করে এলাকায় বিভিন্ন কৌশলে অর্থ বিতরণ করছেন আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সোহরাব হোসেন।এছাড়াও সে গতবার চেয়ারম্যান হওয়ার পর নিজের বাড়ির পাশে একটি কালভার্ড ছাড়া এলাকাতে উল্লেখযোগ্য উন্নয়ন করেনি।
স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট এস আর রহমান মিলন বলেন,জনগণ আমাকে চেয়ারম্যান নির্বাচিত করলে আমি আধারা ইউনিয়নের প্রতিটি বাড়ি পর্যন্ত রাস্তা গুলোর সংস্কার করে পাকা রাস্তা নির্মাণ করবো বলে প্রতিশ্রæতি দিচ্ছি। জাজিরা সৈয়দপুরে ডিপটিউবওয়েল করা চিন্তা রয়েছে।কালিরচর,ভাষানচর ও বকচর,আব্দুল্লা এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করবো।
এলাকায় বিএনপির ভোটারদের বিষয়ে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট এস আর রহমান মিলন বলেন-আওয়ামীলীগ-বিএনপির বলতে এখানে দ্ব›দ্ব নেই।সকলের সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে। আমার বিশ্বাস তারা আমাকে যোগ্যব্যক্তি হিসেবে আমার পক্ষেই সমর্থন করবেন।