মধুপূর্নিমা : মুন্সীগঞ্জে ‘সহজ মানুষ’ সংগঠনের লালন সন্ধ্যা

মুন্সীগঞ্জে লালন চর্চা, গবেষণা ও বিকাশ কেন্দ্রের সহজ মানুষ সংগঠনের লালন উৎসব হয়েছে।সোমবার সাড়ে ৭ টার দিকে জেলা শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে এ লালন সন্ধ্যা হয়।
মধু পূর্ণিমা উপলক্ষ্যে এ লালন সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সহচর, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. মহিউদ্দিন।
এতে সভাপতিত্ব করেন সহজ মানুষ সংগঠনের সভাপতি কন্ঠশিল্পী শিশির রহমান। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাসেল মাহমুদ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও দৈনিক রজত রেখা পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট শাহিন মো. আমান উল্লাহ্, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরু, সংগীত একাডেমির সভাপতি অভিজিৎ দাস ববি, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফ উল ইসলাম, সাবেক ছাত্রলীগ সভাপতি অ্যাডভোকেট গোলাম মাওলা তপন,নাট্যকার জাহাঙ্গীর আলম ঢালী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন জাকির, কবি জাকির সাইদ, অভিনয় শিল্পী হুমায়ুন ফরিদ সহ সাংস্কৃতিক সদস্য বৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে লালনের জেলা কুষ্টিয়ার শিল্পী বিপাশা সরকারের ‘ বেদ বিধীর পর শাস্ত্র কানা ‘ আরেক কানা মন আমার, এসব দেখি কানার হাট বাজার – এ গানের মধ্য দিয়ে লালন সন্ধ্যার সূচনা হয়। এতে লালন সংগীত পরিবেশন করেন – শিল্পী আরিফা, সালাউদ্দিন বাবুল, শাহিন কবির সোহেল, শুখময় দাস, মুজিবুর রহমান বাবুল, মো. কাউসার, নাহিয়ান রহমান, মো. জাহিদুল ইসলাম ইমন, মো. সুজন ও অন্যান্যরা।