ভাড়া নিয়ে বাকবিতণ্ডা; এক যাত্রীর হামলায় আহত চালকসহ অপর যাত্রী

প্রাইভেট কারের ভাড়া নিয়ে বাকবিতন্ডা জেরে এক যাত্রীর হামলায় আহত হয়েছে চালকসহ দুইজন।
আহতরা হলেন প্রাইভেট কারের চালক ওসমান গনি(৪০) ও যাত্রী মাসুদ রানা(৪২)। তারা দুজনই মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আনারপুরা গ্রামের বাসিন্দা।
আহত ওসমান গনি ও মাসুদ রানা জানায়, প্রাইভেটকার চালক ওসমান গনি কুমিল্লা গৌরীপুর থেকে যাত্রী মাসুদ রানাকে নিয়ে আনারপুরা গ্রামের উদ্দেশ্যে আসছিলেন পথিমধ্যে দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় একই গ্রামের আলামিন ওরফে কাবিলা তাকে গাড়ি থামানো সিগনাল দেয়। গাড়ি থামিয়ে ভাড়া নির্ধারণ করে আলামিন ওরফে কাবিলাকে গাড়িতে ওঠায় চালক ওসমান গনি।দাউদকান্দি সেতু পার হওয়ার পর প্রাইভেটকার চালক তার কাছে ভাড়া চাইলে পূর্ব নির্ধারিত ভাড়ার চাইতে কিছু টাকা কম দেয় কাবিলা। বিষয়টি নিয়ে গাড়ির অপর যাত্রী মাসুদ রানা এবং চালক ওসমান গনির সাথে কাবিলার বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে সন্ধ্যা সাতটার দিকে গাড়িটি বাউশিয়া এলাকার নিউহোপ ইন্ডাস্ট্রির সামনে আসলে কাবিলা প্রথমে তার সাথে থাকা পিস্তল দেখিয়ে মাসুদ রানা এবং চালক ওসমান গনিকে ভয় দেখায়। পরবর্তীতে ধারালো ছুরি দিয়ে যাত্রী মাসুদ রানাকে আঘাত করে। এসময় চালক ওসমান গনি দ্রুত গাড়ি চালিয়ে আনারপুরা পৌঁছালে গাড়ি থেকে নেমে কাবিলা ইট দিয়ে চালক ওসমান গনির মাথায় আঘাত করে। পরবর্তীতে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় কাবিলা। স্থানীয়রা তাদের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা.মাহে আলম জানান, দুইজন রোগী আমাদের কাছে এসেছেন। তাদের একজনের রানে ছুরির আঘাত অপর জনের মাথায় আঘাত রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে কি করব।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।এসআই সবুজসহ কয়েকজন হাসপাতলে গেছেন। এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নিব।